স্তূপ নীহারিকা
সতত একাকী এই দাঁড়িয়ে আছি
দক্ষিণা ফুরফুরে কোমল বাতাসে
মিঠি সৌরভ মাখা ফুলগুলো হাসে
সম্বিৎ এলে দ্যাখি সবি মিছিমিছি।
কখনো দাঁড়িয়ে শহুরে রাজপথে
ঐ ভীমরুলের মত উড়ছে মানুষ
অস্থির চিত্ত ব্যস্ত বড়, যেন বেহুশ
উড়তে চায় স্বপ্নরা হৃদয়ের রথে।
রাতের আঁধারে ঐ আকাশ পানে
কি সুন্দর ঝলমলে তারার মেলা
চাঁদ হাসে কি মনোহর পান্থশালা
শূন্যতা বিরাজ এই অন্তর কোণে।
সহসা আসে বাতাসের বিভীষিকা
শান্ত শালীন বৃক্ষেরাও পড়ে নুয়ে
আশাগুলো বৃষ্টিজলে বিস্মৃত ধুয়ে
নিভে যায় হৃদয়ে স্তূপ নীহারিকা।
দক্ষিণা ফুরফুরে কোমল বাতাসে
মিঠি সৌরভ মাখা ফুলগুলো হাসে
সম্বিৎ এলে দ্যাখি সবি মিছিমিছি।
কখনো দাঁড়িয়ে শহুরে রাজপথে
ঐ ভীমরুলের মত উড়ছে মানুষ
অস্থির চিত্ত ব্যস্ত বড়, যেন বেহুশ
উড়তে চায় স্বপ্নরা হৃদয়ের রথে।
রাতের আঁধারে ঐ আকাশ পানে
কি সুন্দর ঝলমলে তারার মেলা
চাঁদ হাসে কি মনোহর পান্থশালা
শূন্যতা বিরাজ এই অন্তর কোণে।
সহসা আসে বাতাসের বিভীষিকা
শান্ত শালীন বৃক্ষেরাও পড়ে নুয়ে
আশাগুলো বৃষ্টিজলে বিস্মৃত ধুয়ে
নিভে যায় হৃদয়ে স্তূপ নীহারিকা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুহেল ইবনে ইসহাক ১৩/০৮/২০১৫Bhalo lagar moto akti kobita, thanks kobi.
-
প্রণব কুসুম দত্ত ২৩/০৬/২০১৫ভাল লেখা খুব
-
শ্রীস্বপন চক্রবর্ত্তী ০৪/০৬/২০১৫কবিতা আসরে যে দেখি না -- আর!
-
একনিষ্ঠ অনুগত ৩১/০৫/২০১৫দারুণ...
-
শাহাদাত হোসেন রাতুল ২৯/০৫/২০১৫ভালো লাগলো !! লেখাটা
-
জাফর পাঠান ২৯/০৫/২০১৫ছন্দবদ্ধ ও চমৎকার বিন্যাসে কবিতাটি লিখা । বিষয়ের গভীরতাও প্লিত করলো । ভালো থাকুন সতত।