কারিগর
ধরিত্রীর অঙ্গ ঢাকা নীল ঐ আকাশে
বিনুনি সাজানো যেন রঙ মাখা ফুলে;
গায়ের মিষ্টি সৌরভ ছড়ায় বাতাসে
পাখিসব গায় গান বসে বৃক্ষ ডালে।
প্রবাহিত স্রোতস্বিনী কলকল তানে
রাখাল বাজায় বাঁশী প্রেমিক উদাসী;
মিছিমিছি কাদা পথে চলে আনমনে
দুলে ধান ক্ষেত মুখে যেন স্বর্ণ হাসি।
ভোরের গগনে জেগে উঠে রক্ত রবি
সিঁদুর পরিয়ে দেয় ধরিত্রী ললাটে;
রাতে ঐ তারার মেলা ঝলমলে সবি
শশীর শুভ্র কোমল স্পর্শ পথে ঘাটে।
অদৃশ্য জগতে বসা কে ঐ কারিগর
নিয়ত আঁকে, কখনো নেই অবসর।
চতুর্দশপদী কবিতা
বিন্যাস:৮ + ৬।
অন্ত্যমিল:কখকখ,গঘগঘ,ঙচঙচ,ছছ
বিনুনি সাজানো যেন রঙ মাখা ফুলে;
গায়ের মিষ্টি সৌরভ ছড়ায় বাতাসে
পাখিসব গায় গান বসে বৃক্ষ ডালে।
প্রবাহিত স্রোতস্বিনী কলকল তানে
রাখাল বাজায় বাঁশী প্রেমিক উদাসী;
মিছিমিছি কাদা পথে চলে আনমনে
দুলে ধান ক্ষেত মুখে যেন স্বর্ণ হাসি।
ভোরের গগনে জেগে উঠে রক্ত রবি
সিঁদুর পরিয়ে দেয় ধরিত্রী ললাটে;
রাতে ঐ তারার মেলা ঝলমলে সবি
শশীর শুভ্র কোমল স্পর্শ পথে ঘাটে।
অদৃশ্য জগতে বসা কে ঐ কারিগর
নিয়ত আঁকে, কখনো নেই অবসর।
চতুর্দশপদী কবিতা
বিন্যাস:৮ + ৬।
অন্ত্যমিল:কখকখ,গঘগঘ,ঙচঙচ,ছছ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রণব কুসুম দত্ত ২৮/০৬/২০১৫প্রিয় কবি। শখের কবি আর কবিত্বধর্মে কবি দুটো আলাদা প্রজাতি। আপনি দ্বিতীয়টা। এত কম হারে লিখছেন কেন? অনেক হিজিবিজি লেখার মধ্যে এরকম দু একটা লেখা পেলে মন ভাল হয়ে যায়।
-
ডা: মো: রায়হান নবী ১৮/০৫/২০১৫সৃষ্টিশীল কবি
-
আব্দুল মান্নান মল্লিক ১৬/০৫/২০১৫বা, খুব সুন্দর কবিতা
-
আব্দুল্লাহ্ আল মোন্তাজীর ১৫/০৫/২০১৫চমৎকার সনেট! খুব ভাল লাগল আপনার কবিতা। এই রকম আরও লেখা চাই।
কবির প্রতি শুভ কামনা রইল। -
দ্বীপ সরকার ১৫/০৫/২০১৫অনেক সুন্দর।
-
স্বপন শর্মা ১৫/০৫/২০১৫khubsundor lagolল