কবি গুরুর জনম দিনে
কবি গুরুর জনম পঁচিশে বৈশাখে
শ্রদ্ধাভরে স্মরি যিনি এক কিংবদন্তী;
কমল ফুটে হৃদয়ে, যার সুর রাগে
জ্ঞাত যেন মানুষের যত অনুভুতি।
ডুবুডুবু যানে বসে লিখেছেন তিনি
প্রলয় গান,দুর্দশা গ্রাসে দৈন্য দুঃখে;
ঝড় কবলে বাঁচার সে আশার বাণী
লিখতেন শিল্প কলা ভালোবাসা মেখে।
বিশ্ব দরবারে, বাংলা ভাষা মার বুলি
পেয়েছে স্থান তাঁরই সাহিত্য সম্ভারে;
যেন হাতে সততই যাদু রঙ তুলি
আঁকতেন কাব্য গীতি অন্তর গভীরে।
সাহিত্য জগতে তিনি শুকতারা চন্দ্র
আঁধার পতিত হৃদে আলো রেখা রন্ধ্র।
চতুর্দশপদী কবিতা
বিন্যাস:৮ + ৬।
অন্ত্যমিল:কখকখ,গঘগঘ,ঙচঙচ,ছছ
বৈশাখ ২৫, ১৪২২
শ্রদ্ধাভরে স্মরি যিনি এক কিংবদন্তী;
কমল ফুটে হৃদয়ে, যার সুর রাগে
জ্ঞাত যেন মানুষের যত অনুভুতি।
ডুবুডুবু যানে বসে লিখেছেন তিনি
প্রলয় গান,দুর্দশা গ্রাসে দৈন্য দুঃখে;
ঝড় কবলে বাঁচার সে আশার বাণী
লিখতেন শিল্প কলা ভালোবাসা মেখে।
বিশ্ব দরবারে, বাংলা ভাষা মার বুলি
পেয়েছে স্থান তাঁরই সাহিত্য সম্ভারে;
যেন হাতে সততই যাদু রঙ তুলি
আঁকতেন কাব্য গীতি অন্তর গভীরে।
সাহিত্য জগতে তিনি শুকতারা চন্দ্র
আঁধার পতিত হৃদে আলো রেখা রন্ধ্র।
চতুর্দশপদী কবিতা
বিন্যাস:৮ + ৬।
অন্ত্যমিল:কখকখ,গঘগঘ,ঙচঙচ,ছছ
বৈশাখ ২৫, ১৪২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রণব কুসুম দত্ত ২৪/০৬/২০১৫বাংলা সাহিত্যের স্তম্ভ কবিগুরু! আপনার সাথে আমিও স্মরণ করছি।
-
ইবাদ বিন সিদ্দিক ০৯/০৫/২০১৫দারুন কবিতা। শুভেচ্ছা জানবেন কবি।
-
কায়সার মোহাম্মদ ইসলাম ০৮/০৫/২০১৫এতো দেখি ক্ল্যাসিকেল ঘরনার কবিতা ; আমার মতো পরাবাস্তব কবিরা আর কতটুকুই বা অভ্যাস্ত এহেন ধারায় ! তবে যতটুকু মগজে গিয়েছে ভালোই লেগেছে । শুভেচ্ছা কবিকে