www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রতিপালক

গুঢ় রহস্যে আবৃত জগত পালক
পরিচয় তা অজানা কত সে মহান;
সুন্দর এ বসুন্ধরা তাঁর আঁকা ছক
আকাশ ভূতল গ্রহ তারা কোটি প্রাণ।
যোগ বিয়োগের অঙ্ক কষা নিরবধি
অদ্ভুত সৃজন তাঁর, মানব জীবন;
পথিক চলে, ঠিকানা ওই সমাধি
সাথি যার হাসি কান্না অনন্ত স্বপন।

প্রতিচ্ছবি ব্রহ্মাণ্ডের, দারুণ উপমা
এঁকেছেন মানুষের দুর্বোধ্য হৃদয়ে;
যেথা সূর্য উঠে ফুল ফোটে মনোরমা
ঝড় হয় বৃষ্টি পড়ে সময়ে সময়ে।
রাতের আঁধারে হাসে তারা ঐ চন্দ্রিমা
শূন্যতা কভু অপ্রাপ্তি ক্ষণে রমরমা।


চতুর্দশপদী কবিতা
বিন্যাস:৮ + ৬।
অন্ত্যমিল:কখকখ,গঘগঘ,ঙচঙচ,ছছ
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৫/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast