www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দু’খণ্ডের যে বইখানি


বাস্তবতা চিরদিন রূঢ়
পেতে চাও সুন্দর জীবন;
সফল হতে হৃদের স্বপন
হতে হয় কামনায় দৃঢ়।

শিখো দাঁড়াতে একা
দাঁড়াও ঝড়ের মুখোমুখি;
মৃত্যু ভয় ডর দূরে রাখি
পথ যে বড় আঁকাবাঁকা।

ঝড় সে আসতে দাও
সাহসে বাঁধতে হবে বুক;
পথে কত বৃষ্টি বাদল ধুপ
সাঁতারয়ে এগিয়ে যাও।

শ্রম রক্ত আর ঘাম
কখনো তবে যায় কি বৃথা;
এ তো জ্ঞানী জনের কথা
আসে রবি পলায় শাম।

ব্যর্থতা যত এ গ্লানি
মনে হয় যেন জীবন দণ্ড;
জীবন পুস্তিকার এক খণ্ড
দু’খণ্ডের যে বইখানি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৪/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast