দু’খণ্ডের যে বইখানি
বাস্তবতা চিরদিন রূঢ়
পেতে চাও সুন্দর জীবন;
সফল হতে হৃদের স্বপন
হতে হয় কামনায় দৃঢ়।
শিখো দাঁড়াতে একা
দাঁড়াও ঝড়ের মুখোমুখি;
মৃত্যু ভয় ডর দূরে রাখি
পথ যে বড় আঁকাবাঁকা।
ঝড় সে আসতে দাও
সাহসে বাঁধতে হবে বুক;
পথে কত বৃষ্টি বাদল ধুপ
সাঁতারয়ে এগিয়ে যাও।
শ্রম রক্ত আর ঘাম
কখনো তবে যায় কি বৃথা;
এ তো জ্ঞানী জনের কথা
আসে রবি পলায় শাম।
ব্যর্থতা যত এ গ্লানি
মনে হয় যেন জীবন দণ্ড;
জীবন পুস্তিকার এক খণ্ড
দু’খণ্ডের যে বইখানি।
পেতে চাও সুন্দর জীবন;
সফল হতে হৃদের স্বপন
হতে হয় কামনায় দৃঢ়।
শিখো দাঁড়াতে একা
দাঁড়াও ঝড়ের মুখোমুখি;
মৃত্যু ভয় ডর দূরে রাখি
পথ যে বড় আঁকাবাঁকা।
ঝড় সে আসতে দাও
সাহসে বাঁধতে হবে বুক;
পথে কত বৃষ্টি বাদল ধুপ
সাঁতারয়ে এগিয়ে যাও।
শ্রম রক্ত আর ঘাম
কখনো তবে যায় কি বৃথা;
এ তো জ্ঞানী জনের কথা
আসে রবি পলায় শাম।
ব্যর্থতা যত এ গ্লানি
মনে হয় যেন জীবন দণ্ড;
জীবন পুস্তিকার এক খণ্ড
দু’খণ্ডের যে বইখানি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রইস উদ্দিন খান আকাশ ২৬/০৪/২০১৫শুভকামনা করইলো
-
আহমাদ মাগফুর ২৬/০৪/২০১৫হুম এভাবেই এগিয়ে যেতে হবে!
-
নাজমুল আহসান ২৫/০৪/২০১৫সুন্দর
-
শাহাদাত হোসেন রাতুল ২৫/০৪/২০১৫বেশ ভালো লাগলো কবি
-
সুজয় আচার্য্য ২৫/০৪/২০১৫বেশ কাব্যিক, ভাল লাগলো।