এক ঝাঁক হাইকু ১৮
(জাপানে প্রচলিত ‘হাইকু’
জাপানি কবিতা)
জাপানি কবিতা)
এক
কথা সে কম
কর্ম হোক অনেক
পথ সুগম।
দুই
স্রোতের ধ্বনি
বেলা শেষের গান
দু’চোখে পানি।
তিন
এ পৃথিবীতে
প্রত্যাশা সবারই
ফুল কুড়োতে।
চার
এই শ্রাবনে
ঝর ঝর বৃষ্টিতে
ভয় প্লাবনে।
পাঁচ
শুনি গুঞ্জন
অলির প্রেমালাপ
পুষ্প বাগান।
ছয়
তোমার বাস
এ হৃদয়ে, তাই তো
শ্বাস প্রশ্বাস।
মাত্রা:৫-৭-৫
কথা সে কম
কর্ম হোক অনেক
পথ সুগম।
দুই
স্রোতের ধ্বনি
বেলা শেষের গান
দু’চোখে পানি।
তিন
এ পৃথিবীতে
প্রত্যাশা সবারই
ফুল কুড়োতে।
চার
এই শ্রাবনে
ঝর ঝর বৃষ্টিতে
ভয় প্লাবনে।
পাঁচ
শুনি গুঞ্জন
অলির প্রেমালাপ
পুষ্প বাগান।
ছয়
তোমার বাস
এ হৃদয়ে, তাই তো
শ্বাস প্রশ্বাস।
মাত্রা:৫-৭-৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত সামন্ত (বুবাই) ০৪/০৬/২০১৫৫-৭-৫/৬
-
রক্তিম ২২/০৪/২০১৫বেশ তো ৫ -৭ -৫ কবিতা সুন্দর।