লিমেরিক গুচ্ছ ২৩
এক। (কেন এতো রং )
গোলাপ গুচ্ছ নিয়ে দাঁড়িয়ে তরুণ তরুণী
যদি কোন হৃদয়বান করুণায় নেয় কিনি;
এক মুঠো ভাত খাবে আশায়
নেই খেলা পাঠ ভাগ্য খাতায়
ধরায় কেন এতো রং কার কাছে জানি ?
যদি কোন হৃদয়বান করুণায় নেয় কিনি;
এক মুঠো ভাত খাবে আশায়
নেই খেলা পাঠ ভাগ্য খাতায়
ধরায় কেন এতো রং কার কাছে জানি ?
দুই। (এ কেমন নেশা)
পেট্রোল বোমার ফাটাফাটি অগ্নিদগ্ধ মানুষ
গদির এ কেমন নেশা, হারিয়ে ফেলে হুশ;
পুড়ে ছাই যারা বড় অসহায়
রক্ত, শ্রম বেচে দিন কাটায়
আছে কি তাদের রাজ্য সম্পদ অর্থকোষ ?
অন্ত্যমিলঃ ক ক খ খ ক
ফেব্রুয়ারি ৩, ২০১৫
গদির এ কেমন নেশা, হারিয়ে ফেলে হুশ;
পুড়ে ছাই যারা বড় অসহায়
রক্ত, শ্রম বেচে দিন কাটায়
আছে কি তাদের রাজ্য সম্পদ অর্থকোষ ?
অন্ত্যমিলঃ ক ক খ খ ক
ফেব্রুয়ারি ৩, ২০১৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ২১/০৪/২০১৫মুগ্ধকর
-
আনন্দ মোহন বিশ্বাস ২১/০৪/২০১৫খুব সুন্দর কবি
-
সুব্রত সামন্ত (বুবাই) ২০/০৪/২০১৫আমরা কবে আমাদের মানবতা ফিরে পাবো ?
-
স্বাধীন আমিনুল ইসলাম ২০/০৪/২০১৫দারুন ভাবনা,দারুন কবিতা।
-
রক্তিম ২০/০৪/২০১৫বাস্তব বড় কঠিন।