কতটুকুই বা জানলাম এ পৃথিবীর
কতটুকুই বা জানলাম এ পৃথিবীর
গোলাপ কত সুন্দর মনোরমা
সৌরভেও নেই তার অনুপমা
পেতে তাকে হতে হয় বিক্ষত
গায়ে কেন যে বিষ কাঁটা শত
তবু সবাই চায় ছোঁয় তার শরীর।
বনভূমি ঐ, লোকালয় হতে দূরে
পশুপাখির আশ্বাস আশ্রয়স্থল
বেড়ায় যেথা জোনাকির দল
দেয় আবার সুন্দর ফুল ফল
শুনি না বনে ঝগড়া কোন্দল
চিরদিন রয় আদর মমতায় ঘিরে।
আর ঐ পাহাড়, কি নিশ্চল দাঁড়িয়ে
নদী ও ঝর্ণাধারা, তারে পদদলে
চলে কলকল মৃদুমন্দ ঢেউ তুলে
দু’পারের সবুজ বৃক্ষলতা ফেলে
রাখাল বাঁশরীর সুর গান তালে
শান্তির খুঁজে, মোহনায় সাগর ছুঁয়ে।
আকাশ বিস্তৃত সীমাহীন তার আকার
দ্যাখছে, ধরিত্রী নিমজ্জিত তমসে
যেথা কেউ কাঁদে কেউ বা উল্লাসে
বুকের তারাগুলি তাই বুঝি হাসে
গর্জে উঠে অভ্রেরা, দাঁড়ায় পাশে
কতটুকুই বা বুঝলাম রহস্য এ ধরার।
গোলাপ কত সুন্দর মনোরমা
সৌরভেও নেই তার অনুপমা
পেতে তাকে হতে হয় বিক্ষত
গায়ে কেন যে বিষ কাঁটা শত
তবু সবাই চায় ছোঁয় তার শরীর।
বনভূমি ঐ, লোকালয় হতে দূরে
পশুপাখির আশ্বাস আশ্রয়স্থল
বেড়ায় যেথা জোনাকির দল
দেয় আবার সুন্দর ফুল ফল
শুনি না বনে ঝগড়া কোন্দল
চিরদিন রয় আদর মমতায় ঘিরে।
আর ঐ পাহাড়, কি নিশ্চল দাঁড়িয়ে
নদী ও ঝর্ণাধারা, তারে পদদলে
চলে কলকল মৃদুমন্দ ঢেউ তুলে
দু’পারের সবুজ বৃক্ষলতা ফেলে
রাখাল বাঁশরীর সুর গান তালে
শান্তির খুঁজে, মোহনায় সাগর ছুঁয়ে।
আকাশ বিস্তৃত সীমাহীন তার আকার
দ্যাখছে, ধরিত্রী নিমজ্জিত তমসে
যেথা কেউ কাঁদে কেউ বা উল্লাসে
বুকের তারাগুলি তাই বুঝি হাসে
গর্জে উঠে অভ্রেরা, দাঁড়ায় পাশে
কতটুকুই বা বুঝলাম রহস্য এ ধরার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ২১/০৪/২০১৫বেশ সুন্দর লিখা
-
মল্লিকা রায় ১৮/০৪/২০১৫অসাধারণ, পড়লাম অভিভূত হলাম।
-
রক্তিম ১৭/০৪/২০১৫সত্যি কতটুকু জানি? অভিমান কি সেই জন্য। ভাল লেগেছে।