পহেলা বৈশাখে
পহেলা বৈশাখে এলো নূতন বছর
রমনার বটমূলে নাচ গান মেলা;
বাংলার সকল ঘর, আনন্দ মুখর
উচ্ছ্বাস আর উল্লাসে কাটে সারাবেলা।
প্রভাত লগনে গানে গানে বর্ষ বরি
অতীত গ্লানি অপ্রাপ্তি, স্বপ্নের ডানায়;
সকল দুঃখ যাতনা ছাড়ি যাই উড়ি
বর্ণিল সাজে জনতা সাম্য চেতনায়।
পান্তা ইলিশ খাওয়া, হেন মহোৎসবে
স্বকীয় সংস্কৃতি খুঁজে পাই এই দিনে;
জাতিধর্ম নির্বিশেষে সে কি কলরবে
শুধু ভালোবাসা প্রেম মমতা গুঞ্জনে।
হতো এ মধুর যদি সারা বর্ষ জুড়ে
দীন ধনী একসাথে বাঁধা প্রেমডোরে।
চতুর্দশপদী কবিতা
বিন্যাস:৮+৬।
অন্ত্যমিল:কখকখ,গঘগঘ,ঙচঙচ,ছছ
রমনার বটমূলে নাচ গান মেলা;
বাংলার সকল ঘর, আনন্দ মুখর
উচ্ছ্বাস আর উল্লাসে কাটে সারাবেলা।
প্রভাত লগনে গানে গানে বর্ষ বরি
অতীত গ্লানি অপ্রাপ্তি, স্বপ্নের ডানায়;
সকল দুঃখ যাতনা ছাড়ি যাই উড়ি
বর্ণিল সাজে জনতা সাম্য চেতনায়।
পান্তা ইলিশ খাওয়া, হেন মহোৎসবে
স্বকীয় সংস্কৃতি খুঁজে পাই এই দিনে;
জাতিধর্ম নির্বিশেষে সে কি কলরবে
শুধু ভালোবাসা প্রেম মমতা গুঞ্জনে।
হতো এ মধুর যদি সারা বর্ষ জুড়ে
দীন ধনী একসাথে বাঁধা প্রেমডোরে।
চতুর্দশপদী কবিতা
বিন্যাস:৮+৬।
অন্ত্যমিল:কখকখ,গঘগঘ,ঙচঙচ,ছছ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ১৬/০৪/২০১৫ভেরি নাইস
-
রক্তিম ১৬/০৪/২০১৫বেশ ভালো লাগলো।
-
আবিদ আল আহসান ১৫/০৪/২০১৫Nicee
-
তন্ময় কুন্ডু ১৫/০৪/২০১৫শুভ নববরষ কবিকে।
-
স্বপন রোজারিও(১) ১৫/০৪/২০১৫সুন্দর কবিতা। শুভ নববর্ষ..
-
তরীকুল ইসলাম সৈকত ১৫/০৪/২০১৫কবিতা ভালো বুঝি না। তবে সনেট লেখার চেষ্টাকে সাধুবাদ জানাই।