www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জেগে উঠুক প্রাণে নব সূর্য কিরণ

(পহেলা বৈশাখ)


বৈশাখী ঝড় কখনো বা অতি বৃষ্টি
খরা করে গেল নষ্ট কত ফসল;
বদলে গেল কত যে জীবনের কুষ্ঠি
দগ্ধ করলো প্রাণ বারুদ অনল।

কত যন্ত্রণা শঙ্কা বাংলার ঘরে ঘরে
ধ্বনিত আহাজারি আর বিলাপ;
তবু যেন এই বাংলার মানুষ পারে
করে হজম, চলে প্রেম সংলাপ।

লঞ্চডুবি অহরহ দুর্ঘটনা পথে ঘাটে
রয় ভারাক্রান্ত দু’চোখ সজল;
গুম হত্যা ঔদ্ধত্য প্রতারণা বিভ্রাটে
প্রাণ স্পন্দন থেমে হয় অচল।

এসেছে আবারও ফিরে নূতন বছর
সবার কাঙ্ক্ষিত পহেলা বৈশাখ;
ছোঁড়ে ফেলি ভুলি অতীত কষ্ট প্রহর
হোক নির্বাণ হৃদয়ে জমা আগ।

চারিদিকে কত আনন্দ হৈ-হুল্লোড়
উৎসবে মেতেছে গোটা দেশ;
বর্ণিল সাজে কি মমতা প্রেম ডোর
উচ্ছ্বসিত সবি স্ফূর্তি আবেশ।

জেগে উঠুক প্রাণে নব সূর্য কিরণ
অপ্রাপ্তি ভুলে খুশীর উন্মোচন;
আর নয় হিংসা, কলহ, রক্ত ক্ষরণ
জমে উঠুক সবে মমতা বন্ধন।


নববর্ষের শুভেচ্ছা
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৪৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৪/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast