আছি তো তার বন্ধনে ০৩
(বাসন্তী সোনার বাংলা)
বিক্ষত আমরা নির্মম বৈশাখী ঝড়ে
খুইয়ে পত্র শরতে, কাঁদে বৃক্ষসব;
জীর্ণ ঘরবাড়ি বন্যা জল নেয় কেড়ে
আসে বসন্ত ফিরিয়ে দিতে ঐ বৈভব।
বাহারি রঙে মন, হয়ে উঠে চঞ্চল
গাঢ় সবুজ কচি পাতারা দেয় উঁকি;
সাপের মতো করে যেন খোল বদল
রক্তিম আভায় চারিপাশ যায় ঢাকি।
উতলা হয় হৃদয়, মুকুলের ঘ্রাণে
রঙ বেরঙে সাজে ধরিত্রী নানা ফুলে;
মুখর, পাখিদের গানে, অলি গুঞ্জনে
বেড়ায় প্রজাপতি রঙিন ডানা মেলে।
শ্যামলে সবুজে হাসে এই রম্য শালা
লাগে বড় ভালো বাসন্তী সোনার বাংলা।
চতুর্দশপদী কবিতা
খুইয়ে পত্র শরতে, কাঁদে বৃক্ষসব;
জীর্ণ ঘরবাড়ি বন্যা জল নেয় কেড়ে
আসে বসন্ত ফিরিয়ে দিতে ঐ বৈভব।
বাহারি রঙে মন, হয়ে উঠে চঞ্চল
গাঢ় সবুজ কচি পাতারা দেয় উঁকি;
সাপের মতো করে যেন খোল বদল
রক্তিম আভায় চারিপাশ যায় ঢাকি।
উতলা হয় হৃদয়, মুকুলের ঘ্রাণে
রঙ বেরঙে সাজে ধরিত্রী নানা ফুলে;
মুখর, পাখিদের গানে, অলি গুঞ্জনে
বেড়ায় প্রজাপতি রঙিন ডানা মেলে।
শ্যামলে সবুজে হাসে এই রম্য শালা
লাগে বড় ভালো বাসন্তী সোনার বাংলা।
চতুর্দশপদী কবিতা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পরিতোষ ভৌমিক ১২/০৪/২০১৫ব্যকরনে মুগ্ধ ।
-
সবুজ আহমেদ কক্স ১২/০৪/২০১৫মুগ্ধ কর
-
আনন্দ মোহন বিশ্বাস ১১/০৪/২০১৫অনেক ভাল লেখা !
কবি আপনি সার্থক -
স্বপন রোজারিও(১) ১১/০৪/২০১৫খুব সুন্দর চতুর্দশপদী কবিতা।
-
মোঃ সাইফুল ইসলাম ১১/০৪/২০১৫দারুণ!