আছি তো তার বন্ধনে ০২
(তোষামোদ)
যেন অঙ্গার হই গ্রীষ্মের খর তাপে
মনের উঠোন ভরে যায় শূন্যতায়;
ঘনঘোর বৃষ্টিতে খুঁজে ফিরি স্মৃতিকে
কাঁদে এ হৃদয় তারই মতো বর্ষায়।
মাঠে মাঠে সোনার ফসলের ঝিলিক
কোমল আলোয় শরতে উড়ি দিগন্ত;
কৃষাণ মুখে ফুটে হাসি খুশী হিড়িক
হেমন্ত স্নিগ্ধ ছোঁয়ায় কতো পুলকিত।
হিমেল দাঁতের কামড়ে যবে অতিষ্ঠ
গরীবের কি কষ্ট,শীত যেন তা বুঝে;
খোলা প্রান্তর লাজে হয় বড় আড়ষ্ট
মুখখানি ঢাকে তাই কুয়াশার ভাঁজে।
শাকসবজি বিলিয়ে করে তোষামোদ
চলে পিঠা খাওয়ার উৎসব আমোদ।
ক্রমশ ......
চতুর্দশপদী কবিতা
মনের উঠোন ভরে যায় শূন্যতায়;
ঘনঘোর বৃষ্টিতে খুঁজে ফিরি স্মৃতিকে
কাঁদে এ হৃদয় তারই মতো বর্ষায়।
মাঠে মাঠে সোনার ফসলের ঝিলিক
কোমল আলোয় শরতে উড়ি দিগন্ত;
কৃষাণ মুখে ফুটে হাসি খুশী হিড়িক
হেমন্ত স্নিগ্ধ ছোঁয়ায় কতো পুলকিত।
হিমেল দাঁতের কামড়ে যবে অতিষ্ঠ
গরীবের কি কষ্ট,শীত যেন তা বুঝে;
খোলা প্রান্তর লাজে হয় বড় আড়ষ্ট
মুখখানি ঢাকে তাই কুয়াশার ভাঁজে।
শাকসবজি বিলিয়ে করে তোষামোদ
চলে পিঠা খাওয়ার উৎসব আমোদ।
ক্রমশ ......
চতুর্দশপদী কবিতা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল মান্নান মল্লিক ২৩/০৪/২০১৫বা, প্রকৃতিকে নিয়ে সুন্দর কবিতা, আরও লিখবেন, পড়তে খুব ভালো লাগলো।
-
জাহিদুর রহমান ১৪/০৪/২০১৫Sotti onak valo laglo...
1, 2, 3.... Er por ki aro asbe? -
মোঃ সাইফুল ইসলাম ১১/০৪/২০১৫দারুণ! তবে ছবি আপলোডের বিষয়টা আমাকে একবন্ধু একটা নোট পাঠিয়েছিল কিন্তু ওটায় কাজ করেনি। আপনারটা তো দেখছি বেশ ভালই কাজ করছে।
-
আবিদ আল আহসান ১০/০৪/২০১৫সুন্দর
-
সবুজ আহমেদ কক্স ০৯/০৪/২০১৫ভাল ভাবনার প্রকাশ