আছি তো তার বন্ধনে ০১
(জন্ম জন্মান্তর)
জন্ম জন্মান্তর আছি তো তার বন্ধনে
লালিত পালিত সবি প্রকৃতির কোলে;
প্রাণে বাঁচা তারই অমৃত সুধা পানে
জীবনের শিক্ষাও তারই কাছে মিলে।
যেন তারই সন্তান আমরা এ মানুষ
দ্যাখো কত দৃঢ়, অকপট, নেই ছল;
নিহাস লোভী মোরা অল্পে হারাই হুশ
প্রকৃতি শুধু দিতে জানে মমতা ঢল।
তার হাত ধরে চলি আমরা মানব
যখন তবে সে হয় রুক্ষ, রুগ্ন, বৈরী;
শান্ত স্নিগ্ধ, হয় মায়াবী তার অবয়ব
তারই ঢঙে আমরা হয়ে যাই তৈরি।
রুক্ষতা তার, ছড়ায় হৃদে অস্থিরতা
প্রশান্ত মুখে যেন পাই হাসি স্নিগ্ধতা।
ক্রমশ ......
চতুর্দশপদী কবিতা
লালিত পালিত সবি প্রকৃতির কোলে;
প্রাণে বাঁচা তারই অমৃত সুধা পানে
জীবনের শিক্ষাও তারই কাছে মিলে।
যেন তারই সন্তান আমরা এ মানুষ
দ্যাখো কত দৃঢ়, অকপট, নেই ছল;
নিহাস লোভী মোরা অল্পে হারাই হুশ
প্রকৃতি শুধু দিতে জানে মমতা ঢল।
তার হাত ধরে চলি আমরা মানব
যখন তবে সে হয় রুক্ষ, রুগ্ন, বৈরী;
শান্ত স্নিগ্ধ, হয় মায়াবী তার অবয়ব
তারই ঢঙে আমরা হয়ে যাই তৈরি।
রুক্ষতা তার, ছড়ায় হৃদে অস্থিরতা
প্রশান্ত মুখে যেন পাই হাসি স্নিগ্ধতা।
ক্রমশ ......
চতুর্দশপদী কবিতা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জাহিদুর রহমান ১৪/০৪/২০১৫
-
মুহাম্মদ রুহুল আমীন ০৯/০৪/২০১৫প্রকৃতিকে নিয়ে কবিতা, খুবই ভাল লাগল
আন্তরিক শুভেচ্ছা জানাই কবিকে। -
বেনামী পত্তনদার ০৯/০৪/২০১৫বহু দিন পর সনেট পড়লাম, মুগ্ধ করে দিলেন!
-
রক্তিম ০৯/০৪/২০১৫সুন্দর কবিতা আর সুন্দর ছবি মিলিমিশে একাকার। বেশ বেশ ।
-
সবুজ আহমেদ কক্স ০৯/০৪/২০১৫নাইস
-
স্বপন রোজারিও(১) ০৮/০৪/২০১৫চমৎকার লিখেছেন।
শুভেচ্ছা জানাই কবিকে