তাঁরই আঁকা পথের ছক
ঈশ্বর দিয়েছেন জীবন
জগত ক্ষেত্রে করতে রণ;
পথে যত বাঁধা কণ্টক
তাঁরই আঁকা পথের ছক।
তুমি সত্যবাদী সরল
বুঝ না ছল, চিত্ত নির্মল;
তুমি তো মানুষ খাঁটি
পথে তাই বাঁধার ঘাঁটি।
হোক যতই বিপত্তি
সাথে থাকেন অধিপতি;
মৃত্যুর নেই পরোয়া
নেই যে চাওয়া পাওয়া।
ভালোবাসো মানুষ
হৃদয়ে জমবে পরিতোষ;
জেন এ তাঁরই সেবা
প্রাপ্তি বড়ো মনোলোভা।
এই তাঁর পরীক্ষা
বৃথা নয় ত্যাগ তিতিক্ষা;
দুনিয়া ফুলসেরাত
শেষে প্রভাতই প্রভাত।
জগত ক্ষেত্রে করতে রণ;
পথে যত বাঁধা কণ্টক
তাঁরই আঁকা পথের ছক।
তুমি সত্যবাদী সরল
বুঝ না ছল, চিত্ত নির্মল;
তুমি তো মানুষ খাঁটি
পথে তাই বাঁধার ঘাঁটি।
হোক যতই বিপত্তি
সাথে থাকেন অধিপতি;
মৃত্যুর নেই পরোয়া
নেই যে চাওয়া পাওয়া।
ভালোবাসো মানুষ
হৃদয়ে জমবে পরিতোষ;
জেন এ তাঁরই সেবা
প্রাপ্তি বড়ো মনোলোভা।
এই তাঁর পরীক্ষা
বৃথা নয় ত্যাগ তিতিক্ষা;
দুনিয়া ফুলসেরাত
শেষে প্রভাতই প্রভাত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জাহিদুর রহমান ১৪/০৪/২০১৫Kobitar moto photo tao onak sundor
-
পিয়ালী দত্ত ০৯/০৪/২০১৫ভাল
-
সবুজ আহমেদ কক্স ০৯/০৪/২০১৫মুগ্ধকর লিখনী
-
সুব্রত সামন্ত (বুবাই) ০৯/০৪/২০১৫ফোটোটা ভীষণ ভালো।
-
সবুজ আহমেদ কক্স ০৮/০৪/২০১৫খুব সুন্দর ছন্দতা বেশ মিষ্টি
শুভ বিকাল -
স্বপন রোজারিও(১) ০৭/০৪/২০১৫কর্মই জীবনের ধর্ম।
-
মোঃ সাইফুল ইসলাম ০৭/০৪/২০১৫অসাধারণ!
-
স্বাধীন আমিনুল ইসলাম ০৭/০৪/২০১৫দারুন হয়েছে কবিতাটি। নৈতিকতা আর আদর্শের মিশেলে গড়া এক অপূর্ব কবিতা।