www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তাঁরই আঁকা পথের ছক


ঈশ্বর দিয়েছেন জীবন
জগত ক্ষেত্রে করতে রণ;
পথে যত বাঁধা কণ্টক
তাঁরই আঁকা পথের ছক।

তুমি সত্যবাদী সরল
বুঝ না ছল, চিত্ত নির্মল;
তুমি তো মানুষ খাঁটি
পথে তাই বাঁধার ঘাঁটি।

হোক যতই বিপত্তি
সাথে থাকেন অধিপতি;
মৃত্যুর নেই পরোয়া
নেই যে চাওয়া পাওয়া।

ভালোবাসো মানুষ
হৃদয়ে জমবে পরিতোষ;
জেন এ তাঁরই সেবা
প্রাপ্তি বড়ো মনোলোভা।

এই তাঁর পরীক্ষা
বৃথা নয় ত্যাগ তিতিক্ষা;
দুনিয়া ফুলসেরাত
শেষে প্রভাতই প্রভাত।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৭৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০৪/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast