লিমেরিক গুচ্ছ ২২
এক। নারী লতা
এক অদ্ভুত ফুল ফুটে উঁচু ঐ হিমালয় পর্বতে
অবিকল নারী নগ্নমূর্তি ঝুলে রয় শতে শতে;
বিশ বছরে তা একবারই ফুটে
বিধাতার রহস্য বুঝি না মোটে
বৃক্ষেরা যেন বোবা শিল্পী নেই দ্বিধা তাতে।
অবিকল নারী নগ্নমূর্তি ঝুলে রয় শতে শতে;
বিশ বছরে তা একবারই ফুটে
বিধাতার রহস্য বুঝি না মোটে
বৃক্ষেরা যেন বোবা শিল্পী নেই দ্বিধা তাতে।
দুই। সোনালী প্রভাত
একাত্তরে পেলাম স্বাধীনতা যুদ্ধ করে দিনরাত
উচ্ছন্ন সংসার, কত ঘরে নেই এক মুঠো ভাত;
আজো ভাবি তাদের ফিরবে দিন
কারো ঘরে সতত তবে সুখ বীণ
গেলো কত আঁধার রাত, কৈ সোনালী প্রভাত ?
লিমেরিক ছন্দ: ক ক খ খ ক
উচ্ছন্ন সংসার, কত ঘরে নেই এক মুঠো ভাত;
আজো ভাবি তাদের ফিরবে দিন
কারো ঘরে সতত তবে সুখ বীণ
গেলো কত আঁধার রাত, কৈ সোনালী প্রভাত ?
লিমেরিক ছন্দ: ক ক খ খ ক
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ০৯/০৪/২০১৫অসাধারণ কাব্যতায় মুগ্ধ হলাম
-
মোঃওবায় দুল হক ০১/০৪/২০১৫বাহ!অসাধারণ!
-
অ ৩১/০৩/২০১৫দারুন লাগল.......।।
-
দীপঙ্কর বেরা ৩১/০৩/২০১৫বাহ বাহ
দারুন -
ডাঃ প্রবীর আচার্য নয়ন ৩০/০৩/২০১৫ছবিটা দেখছিলাম। কবিতা ভালো লেগেছে।
-
সবুজ আহমেদ কক্স ৩০/০৩/২০১৫দারুন