স্বাধীনতা দিবসে
বছরে ঘুরে ঘুরে এমনি করে আসে
স্বাধীনতা দিবস, বিজয়ের উল্লাস;
বাংলার ঘরে ঘরে আকাশে ও বাতাসে
মুক্তির গান, কারও তবে দীর্ঘশ্বাস।
রচে গেলো যারা এ লাল সবুজ চিত্র
প্রাণ প্রিয় বঙ্গবন্ধু মুজিবের ডাকে;
হৃদে জেগে উঠে এদিনে ঐ দুঃখ ক্ষত
এখনো লেগে রক্তদাগ মাটির বুকে।
দিয়ে গেছে সবুজ শ্যামল মুক্ত মাটি
পেয়েছি আমরা অনন্ত মুক্ত আকাশ;
তবু শুনি পেট্রোল বোমার ফাটাফাটি
নবীনের ভয়ে রুদ্ধ যে ওদের শ্বাস।
স্বাধীনতা এনে দিলো বিবেকের জয়
গড়ি সোনার বাংলা আর কিসের ভয়।
চতুর্দশপদী কবিতা
মার্চ ২৬, ২০১৫
স্বাধীনতা দিবস, বিজয়ের উল্লাস;
বাংলার ঘরে ঘরে আকাশে ও বাতাসে
মুক্তির গান, কারও তবে দীর্ঘশ্বাস।
রচে গেলো যারা এ লাল সবুজ চিত্র
প্রাণ প্রিয় বঙ্গবন্ধু মুজিবের ডাকে;
হৃদে জেগে উঠে এদিনে ঐ দুঃখ ক্ষত
এখনো লেগে রক্তদাগ মাটির বুকে।
দিয়ে গেছে সবুজ শ্যামল মুক্ত মাটি
পেয়েছি আমরা অনন্ত মুক্ত আকাশ;
তবু শুনি পেট্রোল বোমার ফাটাফাটি
নবীনের ভয়ে রুদ্ধ যে ওদের শ্বাস।
স্বাধীনতা এনে দিলো বিবেকের জয়
গড়ি সোনার বাংলা আর কিসের ভয়।
চতুর্দশপদী কবিতা
মার্চ ২৬, ২০১৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ২৯/০৩/২০১৫
-
স্বাধীন আমিনুল ইসলাম ২৮/০৩/২০১৫অনেক সিদ্ধ হস্তে লেখা কবিতা। শুভ কমনা রইল।
-
ফারুক নুর ২৮/০৩/২০১৫অনেক সুন্দর, কবি
-
অ ২৮/০৩/২০১৫সুন্দর কবিতা ।
সুন্দর ছবি ।
শুভেচ্ছা রইল । -
দ্বীপ সরকার ২৮/০৩/২০১৫ভাল
বেশ ভাল ভাবনার লিখা