কবিতা দিবসে
কবিতা তুমি কবে নিয়েছিলে জনম
পৃথিবী কি তা আজো রেখেছে মনে ?
নাকি শরতে তবে এসেছিল প্রথম
ধান ক্ষেত হেসে উঠে আলোর নাচনে।
গাঁয়ের মেঠো পথে ঐ গরুর গাড়ি
চলতো যবে কচ কচ শব্দে মধ্য দুপুরে;
ডানায় চেপে মেঘেরা সারি সারি
উড়তো যখন দক্ষিণে কখনো উত্তরে ?
তব দৃষ্টিতে নেই শ্রেণীকরণ সমাজে
সবি মানুষ, গরীব, মোড়ল,ডোম চণ্ডাল
প্রেমসুর তব বাঁশরীতে সদা বাজে
গাও গান, ভেঙ্গে দিতে সকল শিকল।
শুধু জানো আত্মীয়তা আর বন্ধন
ক্ষুধার্ত শিল্পী সন্নাসী করো অমৃত পান;
শুনতে পাও বুভুক্ষু প্রাণের ক্রন্দন
শুকনো পোড়া ঠোঁট তোমার বিষণ্ণ বদন।
কবিতা তুমি কবে নিয়েছিলে জনম
পৃথিবী কি তা আজো রেখেছে মনে ?
নাকি শরতে তবে এসেছিল প্রথম
ধান ক্ষেত হেসে উঠে আলোর নাচনে।
মার্চ ২১, ২০১৫
বিশ্ব কবিতা দিবস উপলক্ষে
পৃথিবী কি তা আজো রেখেছে মনে ?
নাকি শরতে তবে এসেছিল প্রথম
ধান ক্ষেত হেসে উঠে আলোর নাচনে।
গাঁয়ের মেঠো পথে ঐ গরুর গাড়ি
চলতো যবে কচ কচ শব্দে মধ্য দুপুরে;
ডানায় চেপে মেঘেরা সারি সারি
উড়তো যখন দক্ষিণে কখনো উত্তরে ?
তব দৃষ্টিতে নেই শ্রেণীকরণ সমাজে
সবি মানুষ, গরীব, মোড়ল,ডোম চণ্ডাল
প্রেমসুর তব বাঁশরীতে সদা বাজে
গাও গান, ভেঙ্গে দিতে সকল শিকল।
শুধু জানো আত্মীয়তা আর বন্ধন
ক্ষুধার্ত শিল্পী সন্নাসী করো অমৃত পান;
শুনতে পাও বুভুক্ষু প্রাণের ক্রন্দন
শুকনো পোড়া ঠোঁট তোমার বিষণ্ণ বদন।
কবিতা তুমি কবে নিয়েছিলে জনম
পৃথিবী কি তা আজো রেখেছে মনে ?
নাকি শরতে তবে এসেছিল প্রথম
ধান ক্ষেত হেসে উঠে আলোর নাচনে।
মার্চ ২১, ২০১৫
বিশ্ব কবিতা দিবস উপলক্ষে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ রুহুল আমীন ০৬/০৪/২০১৫
-
অ ২৮/০৩/২০১৫দারুন ...।
-
সবুজ আহমেদ কক্স ২৬/০৩/২০১৫মুগ্দ হলেম
-
জাফর পাঠান ২৫/০৩/২০১৫খুব মনোযোগ দিয়ে পড়লাম আপনার লেখাটি । ছন্দের চমৎকার অন্ত্যমিলে ও বিষয়ে বেশ শক্তিশালী মনে হলো লেখাটি । শুভাশীর্বাদ ও মুবারকবাদ রেখে গেলাম আপনার প্রতি । ভালো থাকুন সতত।
-
পিয়ালী দত্ত ২৪/০৩/২০১৫দারুন
-
শম্পা ২৪/০৩/২০১৫খুব ভালো লাগল।
-
মো ফয়সাল রহমান ২৪/০৩/২০১৫Valo
-
স্বপন রোজারিও(১) ২৪/০৩/২০১৫যে দিন পৃথিবীতে মানব এসেছে সেদিন থেকে কবিতার জন্ম।
কবিতাকে নিয়ে মন ভরানো কবিতা
ভীষণ ভীষণ ভালো লাগলো।
শুভকামনা জানাই কবিকে।।