বসন্ত আগমনে
শীতের শুষ্কতায় বিবর্ণ এ প্রকৃতি
ঋতুরাজ বসন্ত এলো তাই ধরায়;
নৃত্যের তালে দক্ষিণা হাওয়ায় মাতি
সাজাতে ফুলে কোমল নবীন পাতায়।
কৃষ্ণচূড়া চন্দ্রমল্লিকা আরো গাঁদায়
পুলক জোয়ারে বন বনান্ত, কানন;
মালতী মাধবী বকুল, গন্ধ ছড়ায়
নব মকুলে ম ম করে আম্র বাগান।
শিমুল পলাশ লালে, জাগে প্রেম অগ্নি
সুললিত কন্ঠে প্রিয়াকে ডাকে কোকিল;
ফুলে কি শোভা তন্বী তরুণীর বিনুনি
সকল প্রাণে আনন্দ ঢেউ অনাবিল।
জোছনার হাসিতে তারা ফুটে গগনে
রূপবতী ধরা হাসে যেন সঙ্গোপনে।
চতুর্দশপদী কবিতা
ছন্দ প্রকরণ:
কখকখ,কখকখ;গঘগঘ ঙঙ
ঋতুরাজ বসন্ত এলো তাই ধরায়;
নৃত্যের তালে দক্ষিণা হাওয়ায় মাতি
সাজাতে ফুলে কোমল নবীন পাতায়।
কৃষ্ণচূড়া চন্দ্রমল্লিকা আরো গাঁদায়
পুলক জোয়ারে বন বনান্ত, কানন;
মালতী মাধবী বকুল, গন্ধ ছড়ায়
নব মকুলে ম ম করে আম্র বাগান।
শিমুল পলাশ লালে, জাগে প্রেম অগ্নি
সুললিত কন্ঠে প্রিয়াকে ডাকে কোকিল;
ফুলে কি শোভা তন্বী তরুণীর বিনুনি
সকল প্রাণে আনন্দ ঢেউ অনাবিল।
জোছনার হাসিতে তারা ফুটে গগনে
রূপবতী ধরা হাসে যেন সঙ্গোপনে।
চতুর্দশপদী কবিতা
ছন্দ প্রকরণ:
কখকখ,কখকখ;গঘগঘ ঙঙ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সৈয়দ আলি আকবর, ২৩/০৩/২০১৫আপনার লেখাটা ওণেক ভাল লাগল
-
তরুন ইউসুফ ২৩/০৩/২০১৫ভাল লাগল ।
-
আবুল বাশার শেখ ২৩/০৩/২০১৫অনেক ভাল লাগল।
-
স্বপন রোজারিও(১) ২২/০৩/২০১৫বসন্তকে নিয়ে সুন্দর কবিতা। ধন্যবাদ।
-
সবুজ আহমেদ কক্স ২২/০৩/২০১৫দারুন লিখণী
-
অ ২২/০৩/২০১৫সুন্দর সনেট ।
ভালো থাকুন ।