কখনো ভাবিনি
কখনো ভাবিনি লিখবো কবিতা
গল্পকথা আরো উপন্যাস
তাকিয়ে দেখেনি চারিপাশ
অনুভবে আসেনি মানুষের ব্যথা।
এতো হাহাকার দীনতার তীব্রতা
কখনো কাঁদায়নি হৃদয়
দর্প হুঙ্কারে জাগেনি ভয়
গুঞ্জরিত হয়নি কারো ব্যাকুলতা।
দেখেনি লুকিয়ে ঐ সে কদম্বডালে
কপোত কপোতীর কানাকানি
খুঁজিনি অশ্রুর সে উৎসখানি
পড়িনি মুখ,কেমন হয় পদদলে।
কে জানতো হটাৎ অচেনা পাখি
হৃদয়ের বাতায়ন পাশে
খাই এতসব গোগ্রাসে
বলে যেন,খেলে,মোরে অভুক্ত রাখি ?
দেখি বাড়ির সব কুকুর বিড়াল
চেয়ে থাকে যেন অপলক
পেতে মোর মমতা ঝলক
এরাও আত্মীয় তবে,করিনি খেয়াল।
সাজাতে তাই এ কাগজের ভেলা
করি যে আবদ্ধ তোমাদের
দুঃখ কথা শত হৃদয়ের
মুছে দিতে সে অবজ্ঞা অবহেলা।
গল্পকথা আরো উপন্যাস
তাকিয়ে দেখেনি চারিপাশ
অনুভবে আসেনি মানুষের ব্যথা।
এতো হাহাকার দীনতার তীব্রতা
কখনো কাঁদায়নি হৃদয়
দর্প হুঙ্কারে জাগেনি ভয়
গুঞ্জরিত হয়নি কারো ব্যাকুলতা।
দেখেনি লুকিয়ে ঐ সে কদম্বডালে
কপোত কপোতীর কানাকানি
খুঁজিনি অশ্রুর সে উৎসখানি
পড়িনি মুখ,কেমন হয় পদদলে।
কে জানতো হটাৎ অচেনা পাখি
হৃদয়ের বাতায়ন পাশে
খাই এতসব গোগ্রাসে
বলে যেন,খেলে,মোরে অভুক্ত রাখি ?
দেখি বাড়ির সব কুকুর বিড়াল
চেয়ে থাকে যেন অপলক
পেতে মোর মমতা ঝলক
এরাও আত্মীয় তবে,করিনি খেয়াল।
সাজাতে তাই এ কাগজের ভেলা
করি যে আবদ্ধ তোমাদের
দুঃখ কথা শত হৃদয়ের
মুছে দিতে সে অবজ্ঞা অবহেলা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অ ২২/০৩/২০১৫চমৎকার লেখা ।
-
দ্বীপ সরকার ১৯/০৩/২০১৫অসাধিরন।
-
ফিরোজ মানিক ১৮/০৩/২০১৫কবিরাই তো এতো কিছু ভাবে। তবেই না সে প্রকৃত কবি! দারুণ লাগলো।
-
সবুজ আহমেদ কক্স ১৮/০৩/২০১৫মুগ্ধতা রেখে গেলাম
ধন্যবাদ কবি -
মনিরুজ্জামান শুভ্র ১৭/০৩/২০১৫অনেক ভাল লাগলো । অনেক দিন পর আবার তারুণ্যে ঢুকেই এমন একটা কবিতা পড়ে অনেক ভাল লাগলো ।