www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

উই পোকা

ক্ষুদ্র ক্ষুদ্র সে ঐ উই পোকা
তাদেরও রয় স্বপ্ন সাধ;
দেখলে কোথাও অগ্নি শিখা
সর্বস্ব লুটে নিতে উন্মাদ।

জ্বলে সকল অঙ্গ প্রত্যঙ্গ
মনোবাসনার রক্তক্ষরণ;
যারা রয় তার সাথী সঙ্গ
তাদের কপালেও দহন।

সমুদ্রের বিশাল জলরাশি
কত যে তার উচ্ছ্বাস ঢেউ;
হতে চায় তবু ঐ আকাশী
সাজে যেন মেঘ পরী সেও।

ভেসে বেড়ায় স্ফূর্তি উল্লাসে
সুখ নেশায় কখনো বৃষ্টি;
ঝরে পড়ে সরোবরে শেষে
জীবনের এই বুঝি কৃষ্টি।

মানুষও ছুঁতে চায় আকাশ
বেড়াবে আহলাদে ভেসে
ওখানেই সুখ এই বিশ্বাস
মৃৎপাত্র মাটিতেই শেষে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৩/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast