স্বরবর্ণের আলোতে জীবন
অ-অধ্যবসায়ী যারা কখনো হয় না বিফল
আ-আরাধনা হৃদয় নিঃসৃত,হয় না নিষ্ফল;
ই-ইতরেরা কখনো করে না কারো উপকার
ঈ-ঈশ্বর ওদের হৃদেও,এ দোষ তবে কার?
উ-উপকার করে যে জন,সেবিছে নাকি ঈশ্বর
ঊ- ঊর্মি সে জীবনের,তবে কেন হয় নিথর ?
ঋ-ঋষিরা নাকি সকাল সন্ধ্যায় দেয় টহল
এ-এজন্যে এ শহর নগর ধরা নাকি সচল।
ঐ-ঐ শোন চারিদিকে আজি কত কোলাহল
ও-ওসবে ভয় কি,নিরাপদ যদি থাকে বল।
ঔ- ঔদ্ধত্য সে তো পশুর নয়,মানুষের স্বভাব
নম্র ভদ্র যেন তারাই হয়,যাদের রয় অভাব।
আ-আরাধনা হৃদয় নিঃসৃত,হয় না নিষ্ফল;
ই-ইতরেরা কখনো করে না কারো উপকার
ঈ-ঈশ্বর ওদের হৃদেও,এ দোষ তবে কার?
উ-উপকার করে যে জন,সেবিছে নাকি ঈশ্বর
ঊ- ঊর্মি সে জীবনের,তবে কেন হয় নিথর ?
ঋ-ঋষিরা নাকি সকাল সন্ধ্যায় দেয় টহল
এ-এজন্যে এ শহর নগর ধরা নাকি সচল।
ঐ-ঐ শোন চারিদিকে আজি কত কোলাহল
ও-ওসবে ভয় কি,নিরাপদ যদি থাকে বল।
ঔ- ঔদ্ধত্য সে তো পশুর নয়,মানুষের স্বভাব
নম্র ভদ্র যেন তারাই হয়,যাদের রয় অভাব।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ১৪/০৩/২০১৫মুগ্ধ তা জানিয়ে গেলাম
-
দ্বীপ সরকার ১৩/০৩/২০১৫সাইদুর ভাই। ভালো লাগলো। আপনাদের এখানে এসে ফেল্লাম।
-
আবিদ আল আহসান ১২/০৩/২০১৫Nice
-
মল্লিকা রায় ১২/০৩/২০১৫ভালো হয়েছে।
-
জহির রহমান ১২/০৩/২০১৫হুম... দারুন!