www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বঙ্গবন্ধু স্মরণে


কে তুমি বার বার বল যেন লিখি
বাংলার ঐ রক্ত ইতিহাস;
কাঁপে হাত সজল হয় দু’টি আঁখি
হই নির্বাক থেমে যায় শ্বাস।

৭ই মার্চে দিলেন বজ্র ডাক যিনি
উদ্বুদ্ধ হলো সারা দেশ;
হৃদে সব, জ্বলে উঠে বারুদ অগ্নি
হায়েনা পুড়ে হয় শেষ।

যেন তোমার যাদু মন্ত্রে হৃদয় ভরি
সবাই ছুটে গেল মাঠে;
মুক্ত করে দেশ রক্তক্ষয়ী যুদ্ধ করি
মৃত্যু পরোয়া করেনি মোটে।

তুমিই তো বাংলার, জাতির জনক
মোরা পুত্রসম বিশ্বাসভাজন;
অতুর্কিতে তবু পিশাচ পিতৃঘাতক
করে নিধন বাংলার রতন।

এমন ঘোর পাপে কি যে অভিশাপ
আমরা পাবো নিরবধি;
ফুটতো হাসি মুছে যেত কালিছাপ
তুমি ফিরে আসতে যদি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৯৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৩/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বঙ্গবন্ধুর ভাষণ অতুলনীয়।
  • সবুজ আহমেদ কক্স ০৭/০৩/২০১৫
    দারুন ভালো লাগলো পড়ে
 
Quantcast