জীবনটাই ফাঁকি
কেউ যেন মানতেই চায় না
কত যে কঠিন এ পৃথিবীটা;
কেউ যেন বলতেই চায় না
লুকিয়ে বেড়ায় চাপা দুখটা।
জীবন ব্যাপী ঘাতে প্রতিঘাতে
রক্তাক্ত মনটা নিয়ে বেড়ায়;
টেনে হিঁচড়ে তাও কোনমতে
শেষে,সকল স্বপ্নই হারায়।
কত যে করে বাঁচার লড়াই
স্থবির হয় একদা বড়াই;
হয় হতাশ,বলে কোথা পাই
বাঁচার তরে এতটুকু ঠাঁই !
নিয়তই দেখি ভেজা দু’আঁখি
এ মানুষের ভিড়ে কে কার কি;
পরিশেষে,ক্ষণ রয় না বাকি
মনে হয় জীবনটাই ফাঁকি।
কত যে কঠিন এ পৃথিবীটা;
কেউ যেন বলতেই চায় না
লুকিয়ে বেড়ায় চাপা দুখটা।
জীবন ব্যাপী ঘাতে প্রতিঘাতে
রক্তাক্ত মনটা নিয়ে বেড়ায়;
টেনে হিঁচড়ে তাও কোনমতে
শেষে,সকল স্বপ্নই হারায়।
কত যে করে বাঁচার লড়াই
স্থবির হয় একদা বড়াই;
হয় হতাশ,বলে কোথা পাই
বাঁচার তরে এতটুকু ঠাঁই !
নিয়তই দেখি ভেজা দু’আঁখি
এ মানুষের ভিড়ে কে কার কি;
পরিশেষে,ক্ষণ রয় না বাকি
মনে হয় জীবনটাই ফাঁকি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাজমুল আহসান ০৮/০৩/২০১৫কাঠিন্য সমাচার -শুভেচ্ছা কবিকে ।
-
সবুজ আহমেদ কক্স ০৬/০৩/২০১৫বেশ সুন্দর ...............
-
নাজমুল আহসান ০৫/০৩/২০১৫সুন্দর হয়েছে ।
-
স্বপন রোজারিও(১) ০৫/০৩/২০১৫জীবনে আসলেই ফাঁকি।
-
হাসান কামরুল ০৫/০৩/২০১৫ভালো লাগলো।