সৌহার্দ্য
মানুষে মানুষে সৌহার্দ্য গড়ে উঠে
সম্প্রীতির বন্ধনে
বন্ধুত্বের বাঁধনে
রক্তের বন্ধনে তো এসেছি রণ মাঠে।
আমরা সবি পরস্পরের কাছাকাছি
সমস্যা উত্তরণে
উদ্দেশ্য সাধনে
এমনিতে পাই কতো যে দুধের মাছি।
নিঃস্বার্থ বন্ধু কোথায় আর মিলে আজি
আত্মিক সে বন্ধন
বিপদের অংশন
ঘাতের কষ্টি পাথরে ঐ নিখাদ সাজি।
উত্তীর্ণ যারা নেই যে তাদের উপমা
তারাই আস্থা বিশ্বাস
সবার শ্বাস প্রশ্বাস
রচে সেতু বন্ধন, পায় মোদের মহিমা।
সম্প্রীতির বন্ধনে
বন্ধুত্বের বাঁধনে
রক্তের বন্ধনে তো এসেছি রণ মাঠে।
আমরা সবি পরস্পরের কাছাকাছি
সমস্যা উত্তরণে
উদ্দেশ্য সাধনে
এমনিতে পাই কতো যে দুধের মাছি।
নিঃস্বার্থ বন্ধু কোথায় আর মিলে আজি
আত্মিক সে বন্ধন
বিপদের অংশন
ঘাতের কষ্টি পাথরে ঐ নিখাদ সাজি।
উত্তীর্ণ যারা নেই যে তাদের উপমা
তারাই আস্থা বিশ্বাস
সবার শ্বাস প্রশ্বাস
রচে সেতু বন্ধন, পায় মোদের মহিমা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রফছান খাঁন ০১/০৩/২০১৫ঠিক বলেছেন
-
সবুজ আহমেদ কক্স ২৮/০২/২০১৫অসাধারণ লিখা ভালো লাগলো
-
অ ২৮/০২/২০১৫সুন্দর লেখা ।
শুভেচ্ছা রইল ।