www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এপিটাফ

সমাধিলিপি:অনুবাদ কবিতা

একটি প্রাণের যখন সমাপ্তি ঘটে
নির্ভয় ধুলো পোকা মাকড় কীটে;
বুকে শুধু দূর্বা ঘাসের আচ্ছাদন
মুখে না রুটি মূল্যহীন এ জীবন।

না বিস্ফারিত চোখ, না অশ্রুজল
না হাসি, ভাঙ্গা যে তার অন্তঃস্থল;
বাড়ায় না হাত, কোন অনুরোধ
সত্য আর মিথ্যার না রয় বোধ।

থাকে না জ্বালা ব্যথা না দীর্ঘশ্বাস
জীবনের এই পরিশেষ পরিহাস;
জনাকীর্ণ পথের সীমা প্রান্ত যেথা
ভালোবাসা প্রেম হয়ত বা সেথা।

বায়বীয় সবি, হাঁটা চলা পদধ্বনি
ভালোবাসি যেন পেতে মৃত্যুখানি।

মূল: Amy Levy
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯১৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast