www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ধূলি


রবো কি এমনি তবে চিরকাল
এখন আছি যেমন;
গাও আমার গান সন্ধ্যা সকাল
লিখি নাকি মনের মতন।

মাটিরই তলে যখন মাটি হয়ে
ঘুমিয়ে আমি রবো;
বৃক্ষতলে অদ্ভুত সে ভুত কায়ে
ছায়া হয়ে যাবো।

এখন আমি যেন তোমার স্নেহ
তোমার গর্ব প্রীতি;
রবে কতই আর এ নশ্বর দেহ
মুছে যাবে স্মৃতি।

যে পাখি হৃদয় ঝুপড়িতে বসা
ভেবে দালান ঘর;
না বসি পাশে, না যতন খাসা
পাই না অবসর।

সময়ে তো তুমিও সে একদিন
যাবে সবি ফেলি;
এ আমি রবো কোথায় ঐ দিন
শেষে হবো ধূলি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৭১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast