www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অতিথি পরিযায়ী


অতিথি পাখিরা দূর দূরান্ত থেকে দলবেঁধে
বেড়াতে এলো আমাদের দেশে;
হাজারো মাইল আকাশ পথ বেয়ে অবাধে
জলে যেথা লাল পদ্মকমল হাসে।

কোথা সাইবেরিয়া চীন হিমালয় হিমাচল
শীতে ছুটে আসে প্রেমের টানে;
দ্যাখো, খোলা আকাশে তাদের রঙ ঢল
কি মধুময় মমত্ব হৃদয় কোণে।

কলকাকলিতে তাদের, চারিদিক মুখর
উড়ছে এক ঝাঁক ঐ আকাশে;
নামছে এক ঝাঁক, হয়েছে উষ্ণ প্রান্তর
সাঁতার কাটে কেউ রোদে বসে।

প্রকৃতিরও যেন তবে আছে হৃদয় মন
জলাশয়ে হাসে শাপলা রক্তিম;
সাজে পরন্ত বিকেল আর গোধূলি ক্ষণ
লোভনীয় দৃশ্যে অপূর্ব অসীম। 

কারো নাম সরালি, পচার্ড, ফ্লাইফেচার
কারো গার্গেন, জিরিয়া, পাতারি;
জলপিপি, চিতাটুপি কাড়ে নজর সবার
অজানা আরো বসা সারি সারি।

গরম আভাসে এখন যে বিদায়ের পালা
জমে উঠা বন্ধুত্ব ভালোবাসা;
কত না হবে গভীর তাদের বিরহ জ্বালা
কবে ফিরবে এই স্বপ্ন আশা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮১৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast