আজি ফাগুনের দিনে
আজি ফাগুনের দিনে ঝর ঝর ঝরে
আগুন, এ হৃদয় কাননে;
কৃষ্ণচূড়ার লাল রঙ মেখে এলে তুমি
কলতানে পাখিদের গানে।
শীত হিমেল বাতাসের বিদায় বেলায়
উষ্ণ ছোঁয়া লাগে তনু মনে;
প্রকৃতিও সাজে ফুল বাহারে অপরূপ
তোমাকেই পড়ে শুধু মনে।
বসন্ত সাজগোজে ভালোবাসা সৌরভে
খোঁপায় ভরা রঙিন ফুলে;
প্রেম আগুন ঝর্ণা ধারা কলকল তানে
ফাগুনে তুমিই যেন এলে ।
আগুন, এ হৃদয় কাননে;
কৃষ্ণচূড়ার লাল রঙ মেখে এলে তুমি
কলতানে পাখিদের গানে।
শীত হিমেল বাতাসের বিদায় বেলায়
উষ্ণ ছোঁয়া লাগে তনু মনে;
প্রকৃতিও সাজে ফুল বাহারে অপরূপ
তোমাকেই পড়ে শুধু মনে।
বসন্ত সাজগোজে ভালোবাসা সৌরভে
খোঁপায় ভরা রঙিন ফুলে;
প্রেম আগুন ঝর্ণা ধারা কলকল তানে
ফাগুনে তুমিই যেন এলে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৫/০২/২০১৫ফাগুনের শুভেচ্ছা রইলো।
-
অ ১৮/০২/২০১৫চমৎকার লেখা ।
-
পিয়ালী দত্ত ১৬/০২/২০১৫খুব ভাল
-
অগ্নিপক্ষ ১৬/০২/২০১৫ঝরঝর গড়গড়
-
জহির রহমান ১৬/০২/২০১৫চমৎকার লিখেছেন কবি!
শুভ কামনা! ভালো থাকা হয় যেন!! -
সবুজ আহমেদ কক্স ১৬/০২/২০১৫darun @@@ anoo rakam lekha @@ nice nice