সুবিচারক
সুবিচারক
কে এমন এ জগতে অপরাধ মুক্ত
মানুষে হবেই ভুল ত্রুটি ছোট বড়;
বিচার ব্যবস্থাও তাঁর,বড়ই শক্ত
হয় দণ্ডিত,হালকা বা কঠিনতর।
জীবনে কষ্টেরা জন্ম দেয় অপরাধ
সুখ বিলসয়ে হৃদয়ের সর্বনাশ;
পরশ্রীতে উৎপত্তি হিংসা অপবাদ
জ্বালা যন্ত্রণার ফলে সশস্ত্র সন্ত্রাস।
বিচারক দেন আজন্ম পাপের শাস্তি
পাপকর্ম অপরাধকে করেন ঘৃণা;
পাপী,তাদের প্রতি তবে সহানুভুতি
সিক্তও করে,দন্ডপ্রাপ্ত এই যন্ত্রণা।
নেই পক্ষপাত,খাঁটি সুষ্ঠু নির্ণায়ক
কাঁদে পাপী ঘাতে,শ্রেষ্ঠ সেই বিচারক।
চতুর্দশপদী কবিতা
মানুষে হবেই ভুল ত্রুটি ছোট বড়;
বিচার ব্যবস্থাও তাঁর,বড়ই শক্ত
হয় দণ্ডিত,হালকা বা কঠিনতর।
জীবনে কষ্টেরা জন্ম দেয় অপরাধ
সুখ বিলসয়ে হৃদয়ের সর্বনাশ;
পরশ্রীতে উৎপত্তি হিংসা অপবাদ
জ্বালা যন্ত্রণার ফলে সশস্ত্র সন্ত্রাস।
বিচারক দেন আজন্ম পাপের শাস্তি
পাপকর্ম অপরাধকে করেন ঘৃণা;
পাপী,তাদের প্রতি তবে সহানুভুতি
সিক্তও করে,দন্ডপ্রাপ্ত এই যন্ত্রণা।
নেই পক্ষপাত,খাঁটি সুষ্ঠু নির্ণায়ক
কাঁদে পাপী ঘাতে,শ্রেষ্ঠ সেই বিচারক।
চতুর্দশপদী কবিতা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন শর্মা ১২/০২/২০১৫সুন্দর ভাবনার বহিঃপ্রকাশ
-
অ ১১/০২/২০১৫দারুণ । দারুণ ।
-
জহির রহমান ১১/০২/২০১৫ব্লগে ট্যাগ সুবিধা থাকার দরকার ছিল!
-
জহির রহমান ১১/০২/২০১৫অসাধারণ লিখেছেন কবি!!!
-
সবুজ আহমেদ কক্স ১১/০২/২০১৫darun @@@
-
হাসান কামরুল ১১/০২/২০১৫দারুণ লিখেছেন ভাই।
-
ফিরোজ মানিক ১১/০২/২০১৫অনেক সুন্দর, অনেক ভাল লাগলো।