এই অশ্রুজলে
এই অশ্রুজলেই দুঃখ কষ্ট যাতনা
এই অশ্রুজলেই শত স্বপ্ন বাসনা;
এই অশ্রুজলেই আকুতি ও মিনতি
এই অশ্রুজলেই ভালোবাসা প্রীতি।
এই অশ্রুজলেই আনন্দ ও উচ্ছ্বাস
এই অশ্রুজলেই যত ছল পরিহাস;
এই অশ্রুজলেই সুর লহরী সঙ্গীত
এই অশ্রুজলেই সকল হার জিত।
এই অশ্রুজলেই তো হদয়ের অগ্নি
এই অশ্রুজলেই দীপ্ত জীবন খনি।
এই অশ্রুজলেই বিদায়, অভিনন্দন
এই অশ্রুজলেই সমাপ্তি শেষ মরণ।
এই অশ্রুজলেই শত স্বপ্ন বাসনা;
এই অশ্রুজলেই আকুতি ও মিনতি
এই অশ্রুজলেই ভালোবাসা প্রীতি।
এই অশ্রুজলেই আনন্দ ও উচ্ছ্বাস
এই অশ্রুজলেই যত ছল পরিহাস;
এই অশ্রুজলেই সুর লহরী সঙ্গীত
এই অশ্রুজলেই সকল হার জিত।
এই অশ্রুজলেই তো হদয়ের অগ্নি
এই অশ্রুজলেই দীপ্ত জীবন খনি।
এই অশ্রুজলেই বিদায়, অভিনন্দন
এই অশ্রুজলেই সমাপ্তি শেষ মরণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অ ০১/০২/২০১৫
-
সবুজ আহমেদ কক্স ০১/০২/২০১৫ভালো লাগলো ...............।
-
সবুজ আহমেদ কক্স ০১/০২/২০১৫ধন্যবাদ এবং
অনেক অনেক শুভেচ্ছা রইল ....... -
মুহাম্মদ রুহুল আমীন ০১/০২/২০১৫এফোটা অশ্রুজলের মূল্য অনেক খানি
কবিতায় মন্তব্য করার সাধ্যি নেই
এক কথায় অসাধারণ
শুভেচছা জানবেন প্রিয় কবি। -
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০১/০২/২০১৫অশ্রুজলে নয় হাসিমুখে শুভচ্ছা দিলাম।
-
স্বপন রোজারিও(১) ৩১/০১/২০১৫অশ্রুজন সুখে - অনন্দে হয়।
-
ঐশ্বরিক হিমা ৩১/০১/২০১৫অশ্রুজল নয় বরং হাঁসিতেই সবকিছু খুঁজে নেবার চেষ্টা করতে হবে।
ভাল হয়েছে -
শ্রাবনের মেঘ ৩১/০১/২০১৫সুন্দর হইছে কবি।
সুন্দর লেখা ।
শুভেচ্ছা রইল ।