আমার জন্মভূমি
মায়ের মুখখানি কতো না হাসি হাসি
আমার এ বাংলা তেমনই মার মতো;
জন্ম লগন হতে দিয়েছে রাশি রাশি
সুজলা সুফলা ভূমি, ফল মূল কতো।
তাই যে ভালোবাসি তোমায় অনন্তর
দুই মেরু পূর্ব পশ্চিম দেখেছি আমি;
দেখেনি এতো উর্বর সবুজ প্রান্তর
কোলে তুমি দিয়েছো ঠাঁই সতত চুমি।
স্নেহ মমতার কখনো নেই কমতি
জন্মভূমি মা তুমি বিশ্বের সেরা দেশ;
ঐ একাত্তরে ঢেলে রক্ত পেলাম মুক্তি
পেলাম লাল সবুজ ঝাণ্ডা পরিশেষ।
চলো গড়ি দেশখানি এই তো মিনতি
হলে বিরাজ প্রেম প্রীতি, হবে উন্নতি।
চতুর্দশপদী কবিতা
আমার এ বাংলা তেমনই মার মতো;
জন্ম লগন হতে দিয়েছে রাশি রাশি
সুজলা সুফলা ভূমি, ফল মূল কতো।
তাই যে ভালোবাসি তোমায় অনন্তর
দুই মেরু পূর্ব পশ্চিম দেখেছি আমি;
দেখেনি এতো উর্বর সবুজ প্রান্তর
কোলে তুমি দিয়েছো ঠাঁই সতত চুমি।
স্নেহ মমতার কখনো নেই কমতি
জন্মভূমি মা তুমি বিশ্বের সেরা দেশ;
ঐ একাত্তরে ঢেলে রক্ত পেলাম মুক্তি
পেলাম লাল সবুজ ঝাণ্ডা পরিশেষ।
চলো গড়ি দেশখানি এই তো মিনতি
হলে বিরাজ প্রেম প্রীতি, হবে উন্নতি।
চতুর্দশপদী কবিতা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মিজান রহমান ২৭/০১/২০১৫ভালো লাগলো ।শুভেচ্ছা নিবেন...
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৯/০১/২০১৫ভালো লাগলো আপনার চতুশ্পদি টি।
-
কুয়াশা রায় ১৯/০১/২০১৫ভাল লাগল।
-
দীপঙ্কর বেরা ১৮/০১/২০১৫Darun sonet
-
প্রদীপ কুমার ১৮/০১/২০১৫খুব সুন্দর একটি কবিতা.........
-
অ ১৭/০১/২০১৫দেশকে নিয়ে সুন্দর লেখা ।
অনেক ভালো লাগল । -
স্বপন রোজারিও(১) ১৭/০১/২০১৫খুবই ভাল লেগেছে। দেশাত্মবোধক কবিতা। এখন দেশেক গড়ার সময় এসেছে।
-
সবুজ আহমেদ কক্স ১৭/০১/২০১৫খুব ভালো হয়েছ