www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সীমানা



যেই আঁধার থেকে এসেছি নেমে
সাঁঝে সেথাই এ পথ যায় থেমে;
তাকিয়ে দ্যাখো ঐ অন্ধকার
করে আলিঙ্গন সেই আবার।

হৃদয়ের গহীনে যে স্বপ্ন বাঁধে বাসা
ভেঙ্গে যায়, তবু ফুরায় কি নেশা ?
যত বার হয় তা চৌচির
ঘুরে ফিরে হৃদয়েই ভিড়।

আঁধারেই তারার মেলা নীলাম্বরে
খ্যাতিমান সবার জন্ম জীর্ণ ঘরে;
রাত হলেই হয় যেন ভোর
সৃষ্টি তবে ভেঙ্গে যবে চুরচুর।

জীবনের শুরু চলতে দূর দিগন্তে
ঝড় ঝঞ্ঝট পেরিয়ে যেতে সীমান্তে;
তবুও তো শেষ সবি আঁধারে
পথ সীমানা ঐ মৃন্ময় বিবরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৯৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর
 
Quantcast