www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নববর্ষের প্রত্যাশা


আজকের ভোর হোক মধুমাখা 
নূতন একটি ভোর;
সোনার এ প্রভাত উজ্জ্বলতায়
আঁধার হোক দূর।

হিংসা বিদ্বেষ যত, যাক মুছে
থাক সৌহার্দ্য প্রীতি;
ধুয়ে যাক অতীত বেদনা গ্লানি
মনকষ্ট শত অপ্রাপ্তি।

দু’চোখ ভরা যত সে স্বপ্নসুখ
ভরে নিয়ে তব ঝুড়ি;
এসো হে নববর্ষ, ঘরে ঘরে
ভগ্ন হৃদয় দাও ভরি।

উড়িয়ে তুমি ঐ নূতন কেতন
ছুটে চলো বিশ্বব্যাপী;
নব সূর্যের প্রেম শক্তি প্রভায়
হানাহানি উঠুক কাঁপি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast