নববর্ষের প্রত্যাশা
আজকের ভোর হোক মধুমাখা
নূতন একটি ভোর;
সোনার এ প্রভাত উজ্জ্বলতায়
আঁধার হোক দূর।
হিংসা বিদ্বেষ যত, যাক মুছে
থাক সৌহার্দ্য প্রীতি;
ধুয়ে যাক অতীত বেদনা গ্লানি
মনকষ্ট শত অপ্রাপ্তি।
দু’চোখ ভরা যত সে স্বপ্নসুখ
ভরে নিয়ে তব ঝুড়ি;
এসো হে নববর্ষ, ঘরে ঘরে
ভগ্ন হৃদয় দাও ভরি।
উড়িয়ে তুমি ঐ নূতন কেতন
ছুটে চলো বিশ্বব্যাপী;
নব সূর্যের প্রেম শক্তি প্রভায়
হানাহানি উঠুক কাঁপি।
নূতন একটি ভোর;
সোনার এ প্রভাত উজ্জ্বলতায়
আঁধার হোক দূর।
হিংসা বিদ্বেষ যত, যাক মুছে
থাক সৌহার্দ্য প্রীতি;
ধুয়ে যাক অতীত বেদনা গ্লানি
মনকষ্ট শত অপ্রাপ্তি।
দু’চোখ ভরা যত সে স্বপ্নসুখ
ভরে নিয়ে তব ঝুড়ি;
এসো হে নববর্ষ, ঘরে ঘরে
ভগ্ন হৃদয় দাও ভরি।
উড়িয়ে তুমি ঐ নূতন কেতন
ছুটে চলো বিশ্বব্যাপী;
নব সূর্যের প্রেম শক্তি প্রভায়
হানাহানি উঠুক কাঁপি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অ ০২/০১/২০১৫
-
ফাহমিদা ফাম্মী ০১/০১/২০১৫হ্যাপি নিউ ইয়ার
-
রক্তিম ০১/০১/২০১৫আপনার ইচ্ছা পুরন হোক ।
-
তুহিনা সীমা ০১/০১/২০১৫নতুন বছর টি সত্যের রঙ্গে রেঙ্গে উঠুক। শুভেচ্ছা রইলো।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০১/০১/২০১৫Happy New year.
-
কৌশিক আজাদ প্রণয় ০১/০১/২০১৫নব সূর্যের প্রেম শক্তি বিভায় গ্লানির অবসান হোক, অশেষ ভালোলাগা রইলো।
নববর্ষের শুভেচ্ছা রইল ।