নববর্ষ ২০১৫
পড়লো খসে আরো একটি বসন্ত
জীবনের মালা থেকে;
দুঃখ জ্বালার ছিলো না তো অন্ত
বছরের ঘূর্ণি পাকে।
মুছে দিও জমা তিক্ত স্মৃতি কত
শত খুশীর প্লাবনে;
পাপ পন্কিলতা করো দূরীভূত
প্রেম বন্ধুত্ব বন্ধনে।
আমার কারণে কেউ অশ্রুসিক্ত
ক্ষমীও সে অপরাধ;
নববর্ষে না হই আর কলুষিত
ভুলে যাই দ্বন্দ্ব বিবাদ।
দীনতার কষাঘাতে যে রক্তাক্ত
ক্লান্ত উত্যক্ত বিমর্ষ;
দিও ঢেলে সুখ প্রাচুর্য সজ্জিত
এবারের এই বর্ষ।
হে বিধাতা, থাকি যেন পাপমুক্ত
হৃদয়ে একান্ত বাসনা;
সবাইকে রেখো পুলকিত সতত
এই আমার প্রার্থনা।
পৃথিবী বলয়ে শুধু শান্তি নিয়ত
না দুর্নীতি না হিংসা;
রক্ত ধারায় হয় যেন প্রবাহিত
শুধু প্রীতি ভালোবাসা।
জীবনের মালা থেকে;
দুঃখ জ্বালার ছিলো না তো অন্ত
বছরের ঘূর্ণি পাকে।
মুছে দিও জমা তিক্ত স্মৃতি কত
শত খুশীর প্লাবনে;
পাপ পন্কিলতা করো দূরীভূত
প্রেম বন্ধুত্ব বন্ধনে।
আমার কারণে কেউ অশ্রুসিক্ত
ক্ষমীও সে অপরাধ;
নববর্ষে না হই আর কলুষিত
ভুলে যাই দ্বন্দ্ব বিবাদ।
দীনতার কষাঘাতে যে রক্তাক্ত
ক্লান্ত উত্যক্ত বিমর্ষ;
দিও ঢেলে সুখ প্রাচুর্য সজ্জিত
এবারের এই বর্ষ।
হে বিধাতা, থাকি যেন পাপমুক্ত
হৃদয়ে একান্ত বাসনা;
সবাইকে রেখো পুলকিত সতত
এই আমার প্রার্থনা।
পৃথিবী বলয়ে শুধু শান্তি নিয়ত
না দুর্নীতি না হিংসা;
রক্ত ধারায় হয় যেন প্রবাহিত
শুধু প্রীতি ভালোবাসা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কৌশিক আজাদ প্রণয় ০১/০১/২০১৫নতুন বছরে পৃথিবীতে প্রবাহিত হোক শুধু প্রীতি আর ভালোবাসা। কবিতাটি অনন্য। পাপমুক্তির সপথ আমাদের সবার চিত্তকে অনুরণিত করুক।
-
কে এম শহীদুল ইসলাম খোকা ৩১/১২/২০১৪একমাত্র ভালবাসার শক্তিই পারে পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে
-
রক্তিম ৩১/১২/২০১৪ভালো লেগেছে ।
-
তুহিনা সীমা ৩১/১২/২০১৪শুভ নববর্ষ। আপনার কবিতার কথার মত আমরা নতুন বছরটি কে নতুন ভাবে কলহ মুক্ত ভাবে শুরু করবো এই প্রত্যয় হোক সকলের।