www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নশ্বর জীবন


এলে নূতন জ্বলে হাজারো ঝাড় বাতি
চারিপাশ প্লাবিত যেন খুশী প্লাবনে;
গজায় স্বপ্ন ডানা খুঁজে বেড়ায় মোতি 
সফলে হাসি বিফলে সজল নয়নে।

যখন বৈশাখী ঝড়, নিভে বাতি সব
ফুরফুরে হাওয়া অকস্মাৎ হয় ভারী;
থেমে যায় পাখি ডাহুকের কলরব
থাকে না মনের আর কষ্ট আহাজারি।

ফুলের কি অহংকার, তার অপরূপের
সৌবর্ণে সৌরভে কাড়ে যে সবার মন;
নশ্বর সবই, তাও এক পলকের
পড়েই ঝরে, হয় অস্তিত্ব বিলোপন। 

দিয়ে যায় যে যতই স্নেহ স্পর্শ সঙ্গ
ঢেলে যায় জীবনে কতো প্রেম প্রীতি;
সাধ্য কার রাখে বহমান সে ঐ তরঙ্গ
থেমে যায় বুজে যেই দু’চোখের পাতি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৫৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সাধ্য কার রাখে বহমান সে ঐ তরঙ্গ.........
    চমৎকার লাগলো।
  • অনিরুদ্ধ বুলবুল ২৬/১২/২০১৪
    বেশ হয়েছে কবি।
    ধন্যবাদ।
  • সত্যিই চমতকার সৃষ্টি।
  • সায়েম খান ২৬/১২/২০১৪
    ফুলের কি অহংকার, তার অপরূপের
    সৌবর্ণে সৌরভে কাড়ে যে সবার মন;
    নশ্বর সবই, তাও এক পলকের
    পড়েই ঝরে, হয় অস্তিত্ব বিলোপন।

    সত্যিই চমতকার সৃষ্টি।
  • নাবিক ২৬/১২/২০১৪
    সুন্দর কবিতা ভালো লাগলো।
  • ২৫/১২/২০১৪
    এই নশ্বর জীবনের মাঝেই নিজেকে অবিনশ্বর হিসাবে প্রতিষ্ঠা করে যেতে হবে আপন কাজের মাধ্যমে ।
    সুন্দর হয়েছে ।
 
Quantcast