একাকার
কেউ কি ভাবে অবনী পরে
থাকবে না সে চিরকাল;
কেউ তো জানে না চুপিসারে
অপেক্ষায় ঐ মহাকাল।
শুনিয়ে গেলে তুমি যত গান
বাতাসে বাজে সর্বক্ষণ;
ঢেলে গেলে প্রেম অভিমান
হাসায় কাঁদায় ভুবন।
যে ফুল ফুটলো আজ কাননে
দুলে দ্যাখো কি উচ্ছ্বাসে;
কোমলতায়, তার রূপে গুণে
মোহিত সবাই সুবাসে।
এক দিন তারও তিরোধান
জন্ম পুন নূতন প্রাণ;
মন ব্যাকুল, করে আনচান
বারে বারে স্মৃতি স্নান।
পালাবদল যেন এ পৃথিবীতে
আমার, কাল তা তোমার;
যায় মিশে, পরিশেষে ধুলোতে
সব নিশ্চিহ্ন একাকার।
থাকবে না সে চিরকাল;
কেউ তো জানে না চুপিসারে
অপেক্ষায় ঐ মহাকাল।
শুনিয়ে গেলে তুমি যত গান
বাতাসে বাজে সর্বক্ষণ;
ঢেলে গেলে প্রেম অভিমান
হাসায় কাঁদায় ভুবন।
যে ফুল ফুটলো আজ কাননে
দুলে দ্যাখো কি উচ্ছ্বাসে;
কোমলতায়, তার রূপে গুণে
মোহিত সবাই সুবাসে।
এক দিন তারও তিরোধান
জন্ম পুন নূতন প্রাণ;
মন ব্যাকুল, করে আনচান
বারে বারে স্মৃতি স্নান।
পালাবদল যেন এ পৃথিবীতে
আমার, কাল তা তোমার;
যায় মিশে, পরিশেষে ধুলোতে
সব নিশ্চিহ্ন একাকার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মিজান রহমান ২৫/১২/২০১৪জটিল সমীকরণ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২২/১২/২০১৪সব একাকার। ভালো লাগলো আপনার কবিতাটি..........
-
সাইফুল্লাহ আল-জাহিদ ২১/১২/২০১৪নাইস
-
স্বপ্নীল মিহান ২১/১২/২০১৪ভালো লাগলো