ব্যথা
ব্যর্থতা চারিপাশ করে আছে দখল
হৃদয়ে উদ্যম যত হয়েছে অচল;
যন্ত্রনায় হৃদয়খানি সতত কাঁদে
স্বপ্নরা করে হাস্যরস, শান্তনা ফাঁদে।
কল্পনা জল্পনা শত মিটিমিটি হাসে
জানে হবেই ভণ্ডুল শেষে সেই পাশে;
বড় ভাবুক নিরাশ, বুকে নেয় টেনে;
করে জয়কার মিছে বিজয়ের গানে।
দল বেঁধে বিফলেরা হাহাকার রবে
জমা হয় চোখে, শুধু যে অশান্তি ভবে;
ব্যথার সাতকাহনে সাথি ওই আঁধার
চাঁদ তারা হাসে, তাই ইচ্ছে বিধাতার।
প্রাণ সঞ্চার যেথা, যন্ত্রণার আবাস
শ্বাস কৈ আশ্বাস, বহুভুজ দীর্ঘশ্বাস।
চতুর্দশপদী কবিতা
হৃদয়ে উদ্যম যত হয়েছে অচল;
যন্ত্রনায় হৃদয়খানি সতত কাঁদে
স্বপ্নরা করে হাস্যরস, শান্তনা ফাঁদে।
কল্পনা জল্পনা শত মিটিমিটি হাসে
জানে হবেই ভণ্ডুল শেষে সেই পাশে;
বড় ভাবুক নিরাশ, বুকে নেয় টেনে;
করে জয়কার মিছে বিজয়ের গানে।
দল বেঁধে বিফলেরা হাহাকার রবে
জমা হয় চোখে, শুধু যে অশান্তি ভবে;
ব্যথার সাতকাহনে সাথি ওই আঁধার
চাঁদ তারা হাসে, তাই ইচ্ছে বিধাতার।
প্রাণ সঞ্চার যেথা, যন্ত্রণার আবাস
শ্বাস কৈ আশ্বাস, বহুভুজ দীর্ঘশ্বাস।
চতুর্দশপদী কবিতা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিজয় ২০/১২/২০১৪valo hoyece.
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২০/১২/২০১৪কবিতা পড়ে ব্যাথা না সুখ পেলাম.............
-
একনিষ্ঠ অনুগত ২০/১২/২০১৪বাহ... দারুণ। 'ব্যথা' সংখ্যার জন্য নাকি...
-
পিয়ালী দত্ত ১৯/১২/২০১৪খুব ভাল
-
সাইফুল্লাহ আল-জাহিদ ১৯/১২/২০১৪মনে ধরে গেল ।
-
সায়েম খান ১৯/১২/২০১৪ভাল লাগলো, ধন্যবাদ।
-
অ ১৯/১২/২০১৪সুন্দর হয়েছে ।