বিজয় দিবসে
বারে বারে জেগে উঠে এ হৃদয় কোণে
কতটুকু হলে সমাদৃত তুমি
হে আমার প্রিয় মা জন্মভূমি?
ভাইবোন কত হলো পিতৃহীন
কতটুকু দিলেম তাদের ঋণ
ছিনিয়ে আনলো ‘স্বাধীনতা’ রক্তাক্ত রণে।
তাজা রক্ত হাসিমুখে দিয়েছেন যারা
পঙ্গুত্ব অন্ধত্ব পেলেন জীবনে
করেননি দ্বিধা মৃত্যু আলিঙ্গনে;
মার হৃদয় চিড়ে হলেন উধাও
খুঁজে ফিরেন মা, এ শহর গাঁও
বিনিময় তার কি বা পেয়েছেন তাঁরা ?
পেয়েছি দ্যাখো ঐ লাল সবুজ পতাকা
শহীদেরা পেলো তবে আকিঞ্চন
পেলো কি তারা হারিয়ে সম্ভ্রম ধন?
দীর্ঘ সময় তবে পেরিয়ে গেলো
হিসেব নিকেশ সবই তো হলো
নব প্রজন্মের না হোক অপ্রাপ্তি দেখা।
কতটুকু হলে সমাদৃত তুমি
হে আমার প্রিয় মা জন্মভূমি?
ভাইবোন কত হলো পিতৃহীন
কতটুকু দিলেম তাদের ঋণ
ছিনিয়ে আনলো ‘স্বাধীনতা’ রক্তাক্ত রণে।
তাজা রক্ত হাসিমুখে দিয়েছেন যারা
পঙ্গুত্ব অন্ধত্ব পেলেন জীবনে
করেননি দ্বিধা মৃত্যু আলিঙ্গনে;
মার হৃদয় চিড়ে হলেন উধাও
খুঁজে ফিরেন মা, এ শহর গাঁও
বিনিময় তার কি বা পেয়েছেন তাঁরা ?
পেয়েছি দ্যাখো ঐ লাল সবুজ পতাকা
শহীদেরা পেলো তবে আকিঞ্চন
পেলো কি তারা হারিয়ে সম্ভ্রম ধন?
দীর্ঘ সময় তবে পেরিয়ে গেলো
হিসেব নিকেশ সবই তো হলো
নব প্রজন্মের না হোক অপ্রাপ্তি দেখা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন শর্মা ১৫/১২/২০১৪লাল সালাম....
-
আবিদ আল আহসান ১৪/১২/২০১৪দুঃখ লাগলো
-
অ ১৪/১২/২০১৪সুন্দর হয়েছে ।
ভালো থাকবেন ।।