শীতের ঢৌকন
কথায় বলে
‘মাঘের শীতে বনের বাঘও কাঁপে’
কাঁপে, কাপড় নেই গরীব মানুষেরা
উপহারও প্রাপ্তি তখন, ডালি ভরা
মজাদার আনন্দ উৎসব চারিদিকে।
সবজি সম্ভার
বাড়িতে বাড়িতে আরো ক্ষেতে পালানে
শীত নিয়ে আসে যেন শত উপহার
লাউ কুমড়োয়, কপিতে ভর্তি বাজার
ভরে উঠোন টাটকা টমেটো বেগুনে।
বিল বাওড়
নদী নালাও ভরে কত উপঢৌকনে
লাফানো মাছ, বোয়াল গজার টাকি
শিং মাগুর শৈল কৈ মেনি ঝাঁকি ঝাঁকি
গেরস্থ বাড়িতে বউরা মাতে রন্ধনে।
পৌষে আর মাঘে
আমন ধানে ভরে যায় কৃষাণ গোলা
শীত কষ্ট ভুলে মুখে ফুটে উঠে হাসি
ঘরে ঘরে আনন্দ উচ্ছ্বাস রাশি রাশি
সোনা মাঠ প্রান্তরে কি আনন্দ দোলা।
মিষ্টি রোদে বসে
কেউ খায় গুড় মাখানো মুড়ির মোয়া
কেউ পাটালি দিয়ে সে মচমচে মুড়ি
শীত এলে সঙ্গে থাকেই ঢৌকন ঝুড়ি
খুশী তাই মানুষ, থাকে না কষ্ট ছোঁয়া।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবিদ আল আহসান ১৪/১২/২০১৪এতো লাউ
-
দীপঙ্কর বেরা ১৩/১২/২০১৪একটু বড়
তবে ভালই -
শম্পা ১৩/১২/২০১৪ভাল লাগল।
-
অ ১৩/১২/২০১৪শীতকে নিয়ে সুন্দর কবিতা ।
তবে শহুরে জীবনে শীতের ঢৌকনটা মনে হয় ঠিক এরকমটি নয় ।
ধন্যবাদ ।