অতিথি হেমন্ত
মৃদুমন্দ সমীরণে ভেসে,হেসে হেসে
গীত বার্তা নিয়ে এলে অতিথি হেমন্ত;
কাশবন ফেলে নির্মেঘ আকাশ বেয়ে
মিঠি মিঠি রোদে সফর,অতি সংক্ষিপ্ত।
শিশির স্নাত ঘাস ফুল কি অপরূপা
সোনালি মাঠ,খামারে সবজী সম্ভার;
দোলে,আনন্দ প্লাবন হৃদয়ে যে ছাপা
স্পর্শে তোমার,প্রহ্লাদে নাচেও প্রান্তর।
নেই আর গ্রীষ্মের দাব দাহ,রুক্ষতা
ঘরে ঘরে নবান্ন, সুখের মুখ দেখা;
নেই হিমেল হাওয়া শীতের তীব্রতা
রূপ বাহারে যেন বিনোদ প্রহেলিকা।
তুমি কি জানো হেমন্ত,মানব স্বপন ?
অধীর, কবে আবার তবে পদার্পন।
চতুর্দশপদী কবিতা
গীত বার্তা নিয়ে এলে অতিথি হেমন্ত;
কাশবন ফেলে নির্মেঘ আকাশ বেয়ে
মিঠি মিঠি রোদে সফর,অতি সংক্ষিপ্ত।
শিশির স্নাত ঘাস ফুল কি অপরূপা
সোনালি মাঠ,খামারে সবজী সম্ভার;
দোলে,আনন্দ প্লাবন হৃদয়ে যে ছাপা
স্পর্শে তোমার,প্রহ্লাদে নাচেও প্রান্তর।
নেই আর গ্রীষ্মের দাব দাহ,রুক্ষতা
ঘরে ঘরে নবান্ন, সুখের মুখ দেখা;
নেই হিমেল হাওয়া শীতের তীব্রতা
রূপ বাহারে যেন বিনোদ প্রহেলিকা।
তুমি কি জানো হেমন্ত,মানব স্বপন ?
অধীর, কবে আবার তবে পদার্পন।
চতুর্দশপদী কবিতা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কৌশিক আজাদ প্রণয় ০৮/১২/২০১৪দুঃখিত কবি, মিলিয়ে দেখলাম এটি Petrarchan sonnet ই। অষ্টক ও ষষ্ঠক এর ভাগ নিয়ে বিভ্রান্তিতে ছিলাম। ভাগ গুলো ঠিক করে নিন।
-
কৌশিক আজাদ প্রণয় ০৮/১২/২০১৪Petrarchan sonnet নয় বলে এটির সাথে আমি খুব বেশী পরিচিত নই। তবে আপনার লেখনীর ধারে মুগ্ধ হলাম। কবিতা যেন হেমন্তের হেমবরণ রোদের মতই মোহনীয়। ভালো লাগা রইলো কবি।
-
একনিষ্ঠ অনুগত ০৬/১২/২০১৪বাহ... বেশ।
-
মোহাম্মদ আমান উল্লাহ আমান ০৬/১২/২০১৪ভাল লিখেছেন।
-
শম্পা ০৬/১২/২০১৪সুন্দর বর্ণনা। ভালো লাগলো।
-
মল্লিকা রায় ০৬/১২/২০১৪বাহ্ খুব উপভোগ্য কবিতা,শুভেচ্ছা জানবেন।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৬/১২/২০১৪ওয়াও চতুষ্পদি। ভালো লাগলো.........
-
অনিরুদ্ধ বুলবুল ০৪/১২/২০১৪হেমন্তের অপরূপ চিত্র।
বেশ ভাল লাগল কবি।
শুভেচ্ছা নিন। -
অ ০৪/১২/২০১৪হেমন্তের সুন্দর একটি গ্রাম্য পরিবেশের ছবি ফুটে উঠেছে কবিতায় ।
ধন্যবাদ কবি ।