www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সাহসী সৈনিক


পৃথিবীটা যেন এক নাট্য শালা
সেজেছি আমরা সাহসী সৈনিক;
হৃদয়ে যদিও এক বোঝা জ্বালা
দাঁড়াতে চাই সোজা হয়ে দৈনিক।

চলি সে দিগন্তে জানি না ঠিকানা
কান্নার বাঁশী বাজে লাগে বেসুরা;
অরণ্য পথে লুকিয়ে সাপের ফণা
চুপি চুপি তবু,মিছে গান ধরা।

পথে শত বাঁধা,দারুণ পিচ্ছিল
শ্বাস প্রায় রুদ্ধ,জোর করে শ্বাস;
আলো খুঁজি,আঁধারের কিলবিল
যদি পাই তবে দিনের আশ্বাস।

    রচন :২০১২
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast