সাহসী সৈনিক
পৃথিবীটা যেন এক নাট্য শালা
সেজেছি আমরা সাহসী সৈনিক;
হৃদয়ে যদিও এক বোঝা জ্বালা
দাঁড়াতে চাই সোজা হয়ে দৈনিক।
চলি সে দিগন্তে জানি না ঠিকানা
কান্নার বাঁশী বাজে লাগে বেসুরা;
অরণ্য পথে লুকিয়ে সাপের ফণা
চুপি চুপি তবু,মিছে গান ধরা।
পথে শত বাঁধা,দারুণ পিচ্ছিল
শ্বাস প্রায় রুদ্ধ,জোর করে শ্বাস;
আলো খুঁজি,আঁধারের কিলবিল
যদি পাই তবে দিনের আশ্বাস।
রচন :২০১২
সেজেছি আমরা সাহসী সৈনিক;
হৃদয়ে যদিও এক বোঝা জ্বালা
দাঁড়াতে চাই সোজা হয়ে দৈনিক।
চলি সে দিগন্তে জানি না ঠিকানা
কান্নার বাঁশী বাজে লাগে বেসুরা;
অরণ্য পথে লুকিয়ে সাপের ফণা
চুপি চুপি তবু,মিছে গান ধরা।
পথে শত বাঁধা,দারুণ পিচ্ছিল
শ্বাস প্রায় রুদ্ধ,জোর করে শ্বাস;
আলো খুঁজি,আঁধারের কিলবিল
যদি পাই তবে দিনের আশ্বাস।
রচন :২০১২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মাসউদ ১২/১২/২০১৪ভাবনার সুন্দর পরিণতি
-
পিয়ালী দত্ত ২০/১১/২০১৪ভাল
-
একনিষ্ঠ অনুগত ২০/১১/২০১৪প্রতিটি মানুষকেই যে সামনে এগিয়ে যেতে হবে সাহসী সৈনিকের মতো......।
বেশ ভালো লেখা কবি।। -
শিমুদা ২০/১১/২০১৪ভাল লাগল কবি।
-
অনিরুদ্ধ বুলবুল ১৯/১১/২০১৪শত বাঁধা ও সীমাবদ্ধতা থাকা স্বত্ত্বেও এই প্রত্যয় নিয়েই আগাতে হবে - "আমরা সাহসী সৈনিক" ।
শুভেচ্ছা কবি - -
... ১৯/১১/২০১৪অনেক সুন্দর হয়েছে সাইদুর ভাই।