কোথায় গেল ঐ দিন
কোথায় গেল ঐ দিন
খুঁজে ফিরি সারাবেলা;
স্নেহ মায়া সে বিলীন
পাই শুধু অবহেলা।
ভালোবাসা দিলে তারে
পেতাম আঁচল ভরে;
বাঁধি যারে প্রেম ডোরে
ঠেলে আজ বহু দূরে।
হৃদয়ে জমে প্রত্যাশা
কান্না হয়ে ফিরে পাই;
বুক ভরা ভালোবাসা
আর যে কোথাও নাই।
খুঁজে ফিরি সারাবেলা;
স্নেহ মায়া সে বিলীন
পাই শুধু অবহেলা।
ভালোবাসা দিলে তারে
পেতাম আঁচল ভরে;
বাঁধি যারে প্রেম ডোরে
ঠেলে আজ বহু দূরে।
হৃদয়ে জমে প্রত্যাশা
কান্না হয়ে ফিরে পাই;
বুক ভরা ভালোবাসা
আর যে কোথাও নাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অনিরুদ্ধ বুলবুল ১৩/১০/২০১৪মায়ের আঁচল ছাড়া আর বুক ভরা ভালবাসার জায়গা নেই। সবই সাময়িক, সবই আপেক্ষিক। তবু, এরই মাঝে স্বপ্ন দেখা, বেঁচে থাকা, সুখ খোঁজা। ভাল থাকুন।
-
আফরান মোল্লা ১৩/১০/২০১৪খুব ভালো॥
-
মঞ্জুর হোসেন মৃদুল ১২/১০/২০১৪অসাধারন লাগল।
-
স্বপন রোজারিও(১) ১২/১০/২০১৪খুব সুন্দর হয়েছে। আগের সোনালী দিনগুলো আর নেই। যায় দিন ভালো যায়। আসে দিন খারাপ হতে পারে।
-
অ ১২/১০/২০১৪বেশ ভালো লাগল ।