জীবন যেমন
জীবনটা যেন একটি নদীর মতন
নদীতে আসে জোয়ার ভাটা;
জীবনেও রয় সতত উত্থান পতন
ফুলেল নয়ত শুধু কাঁটা।
জীবনটা যেন একটি সে বৃক্ষের মতো
শত ফুলে ফলে পরিপূর্ণ;
মূক দাঁড়িয়ে মনে হয় রিক্ত নিঃস্ব কতো
মলিন বদন,ক্লান্তি যেন।
জীবন এক ফুল,মেলি রঙিন পাপড়ি
রূপে গন্ধে সবাই মোহিত;
মুগ্ধতা কোমলতায় যেন এক ঝিউড়ি
ধীরে ধীরে সবই স্তিমিত।
রচনা:২০১৩
নদীতে আসে জোয়ার ভাটা;
জীবনেও রয় সতত উত্থান পতন
ফুলেল নয়ত শুধু কাঁটা।
জীবনটা যেন একটি সে বৃক্ষের মতো
শত ফুলে ফলে পরিপূর্ণ;
মূক দাঁড়িয়ে মনে হয় রিক্ত নিঃস্ব কতো
মলিন বদন,ক্লান্তি যেন।
জীবন এক ফুল,মেলি রঙিন পাপড়ি
রূপে গন্ধে সবাই মোহিত;
মুগ্ধতা কোমলতায় যেন এক ঝিউড়ি
ধীরে ধীরে সবই স্তিমিত।
রচনা:২০১৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মঞ্জুর হোসেন মৃদুল ১১/১০/২০১৪বাহ বেশ লিখেছেন।
-
মোহাম্মদ তারেক ১১/১০/২০১৪জীবনের উপমায় উপমিত কবিতাটি ভাল লাগল..
-
Jibon FS ১০/১০/২০১৪valo likhesen. Asa kori aro valo hobe.
-
আফরান মোল্লা ১০/১০/২০১৪খুব ভাল লাগলো
-
মনিরুজ্জামান শুভ্র ১০/১০/২০১৪চমৎকার লিখনি ... অনেক ভাল লাগলো ।