www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শরতের এই শিশির শুভ্র প্রভাতে

-     (শারদীয় দুর্গোৎসব)

শরতের এই শিশির শুভ্র প্রভাতে
মা’ দুর্গাদেবীর আগমন ধরাধামে;
জাগে ঢেউ প্রাণীতে প্রাচুর্যের ইঙ্গিতে
ভরবে গোলা,নাচে সবে আনন্দ ধুমে।

এ সবুজে সবুজে ফুলের সমারোহে
পাখিরা ধরে গান,যেন আনন্দ মেলা;
যে বধু শ্বশুরবাড়ি, আসে পিতৃগৃহে
অমোঘ বন্ধনে খুশীর কি হলহলা।

আকাশে বাতাসে ছড়িয়ে আনন্দধারা
চলে ঢাক ঢোল তালে আরতি অর্চনা;
মায়ার বাঁধনে ভক্তি নৃত্য মন কাড়া
বিদায় লগনে আবার বিলাপ কান্না।

তব আগমনে, আজি উচ্ছ্বাস কলরব
রহ না মা’মাটিতে,সদা হোক উৎসব।

       চতুর্দশপদী কবিতা
        রচনা:২০১৩
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৪৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast