www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এতো সুন্দর পৃথিবী

প্রত্যূষে জগত হাসে করে ঝিকিমিকি
পূর্বাকাশে রবি এসে যেই দেয় উঁকি;
গাছ পালা পশু পাখি করে নাচানাচি
রোদ স্নানে এ ধরিত্রীও সতেজ শুচি।

রাতের আকাশে হাসে মিটিমিটি তারা
জেগে উঠে ঐ শশীও,শুভ্রতায় ভরা;
জোনাকি আলোতে বনানীও ঝলমল
মনে হয় যেন, এ স্বর্গের রংমহল।

বলাকারা যায় উড়ে সুদূরে কোথাও
তুলোর মত ভাসে,আকাশে মেঘেরাও;
নদী নালা ঝর্ণা ধারা বহে কলকল
সোনালী মাঠে,সবুজে কি আনন্দ ঢল।

তবু কাঁদে মানুষ, এখানে যেন কেন
এতো সুন্দর পৃথিবী পাবে কি কখনো?

চতুর্দশপদী কবিতা
রচনা:২০১১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৪৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast