কাহিনী সে ব্যঙ্গ ময়
শুনতাম আগে কাহিনী সে ব্যঙ্গ ময়
নেই কোন বৃক্ষলতা,বালি আর বালি
সারা মরুতেই নাকি মরীচিকা জালি
আজব দেশ,সতত নাকি ধূলিময়।
এতই উত্তাপ সেথা,হবে তুমি দগ্ধ
রয়েছে হাজার হাজার ঐ উট প্রাণী
কখনো তৃষ্ণার্ত,কত খূঁজে ফিরে পানি
প্রান্তরে প্রান্তরে চলে ফিরে সারি বদ্ধ।
সবাই গড়ে খেজুর পত্রে বাস গৃহ
দেখবে আরো ধু ধু মাঠ খেজুর বন
বড়ই নিঃস্ব ওরা,নেই ওদের ধন
দিনরাত অগ্নি ঝরে,বহে লু প্রবাহ।
উঁচু নীচু শত পাহাড় পর্বতে ভরা
আত্মরক্ষায় সঙ্গী ওদের,ছোরা লাঠি
ভাবতাম,ধরিত্রীর সে কেমন মাটি
এত কঠিন কেন,এই প্রকৃতি,ধরা।
ডিসেম্বর ১৪, ২০১০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ২০/০৯/২০১৪
-
মনিরুজ্জামান শুভ্র ১৮/০৯/২০১৪এত কঠিন কেন , এই প্রকৃতি, ধরা ... । এই এক লাইন দিয়ে কবিতাটির মূল ভাব কিন্তু প্রকাশ পেয়েছে ... । অনেক ভাল লাগলো কবি ।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৮/০৯/২০১৪কঠিন................
কিন্তু কবিতার গাঁথুনি বড়ই সুন্দর। এদিক থেকে এগিয়ে গেলেন ৭/১০।