এ তো নয় গো শুধু
সবুজ শ্যামল বাংলা তোমার আমার
দীন দুখী ছোট বড়,থাকি এক সাথে;
ফলাই নানা ফসল,মাটি যে সোনার
কচি বুড়ো মগ্ন রই তার সমৃদ্ধিতে।
লক্ষ প্রাণের তাজা রক্তে পেয়েছি দেশ
বীর শহীদদের রঙিন স্বপ্নে ভরা;
আর নয় গো শোষণ হেথা হিংসা দ্বেষ
গড়ব আমরা তবে,স্বর্গ বসুন্ধরা।
নির্ভয় আমরা,রই আনন্দ উচ্ছ্বাসে
গাই সতত বাংলা মায়ের স্বপ্নগান;
লাল সবুজ ঐ পতাকা উড়ে বাতাসে
বাজে বাদ্য সাথে,সে পাখির কলতান।
এ তো নয় গো শুধু কাপড় এক খণ্ড
রক্তে ভেজা এক লাল সবুজ ভূখণ্ড।
চতুর্দশপদী কবিতা
রচনা : ২০১১
দীন দুখী ছোট বড়,থাকি এক সাথে;
ফলাই নানা ফসল,মাটি যে সোনার
কচি বুড়ো মগ্ন রই তার সমৃদ্ধিতে।
লক্ষ প্রাণের তাজা রক্তে পেয়েছি দেশ
বীর শহীদদের রঙিন স্বপ্নে ভরা;
আর নয় গো শোষণ হেথা হিংসা দ্বেষ
গড়ব আমরা তবে,স্বর্গ বসুন্ধরা।
নির্ভয় আমরা,রই আনন্দ উচ্ছ্বাসে
গাই সতত বাংলা মায়ের স্বপ্নগান;
লাল সবুজ ঐ পতাকা উড়ে বাতাসে
বাজে বাদ্য সাথে,সে পাখির কলতান।
এ তো নয় গো শুধু কাপড় এক খণ্ড
রক্তে ভেজা এক লাল সবুজ ভূখণ্ড।
চতুর্দশপদী কবিতা
রচনা : ২০১১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান শুভ্র ১৪/০৯/২০১৪চমৎকার সনেট ...
-
মঞ্জুর হোসেন মৃদুল ০৭/০৯/২০১৪খুব সুন্দর সাবলীল একটি লেখনী। ভাল লাগল।
-
বিজয় রায় ০৭/০৯/২০১৪এতো নয়গো শুধু কাপড় একখন্ড রক্তে ভেজা সবুজ এক ভুখন্ড।।।
অদ্ভুদ আপনার কবিতা ।। অনেক ভাল লাগল ।। কবিদাদা আমি একটি গল্প তৈরী করছি এখনও শেষ হয়নি তবে কালকে থেকে সেই গল্প টাইপ করব এই ব্লগ এ PLZনজরে দিয়েন -
একনিষ্ঠ অনুগত ০৭/০৯/২০১৪দারুণ।।
-
নাবিক ০৬/০৯/২০১৪ভালো লেগেছে আপনার কবিতা...সাইদ ভাই