ওদের শুধু কাঁদতে ডেকেছো
ওদের তবে কাঁদতে ডাকো বার বার
কার জন্যে তোমার এ কোটি অবতার?
দিতেছ ঢেলে শুধু সে তাদেরই তরে
কূকর্ম করে যায়,যারা জনম ভরে।
দ্যাখো ঐ পথশিশু সে কি কঙ্কাল দেহ
জানে ওরা,কেমন জ্বালা বুভুক্ষু দাহ।
পায় অবহেলা,ঘৃণায় কুঞ্চিত আঁখি
কেউ নেই,রাখে মমতা আঁচলে ঢাকি।
কেঁদে ফিরে,করে না কখনো আবদার
অথচ আছে যার,ঢেলে দাও আবার।
এক মুঠো ভাত পেতে বাড়ায় দু’হাত
তবু না করো উপশম সে অশ্রুপাত।
ওদের শুধু কাঁদতে ডেকেছো ধরায়
ডুবে থাকতে কাউকে বিভব সরায়।
রচনা:২০১১
কার জন্যে তোমার এ কোটি অবতার?
দিতেছ ঢেলে শুধু সে তাদেরই তরে
কূকর্ম করে যায়,যারা জনম ভরে।
দ্যাখো ঐ পথশিশু সে কি কঙ্কাল দেহ
জানে ওরা,কেমন জ্বালা বুভুক্ষু দাহ।
পায় অবহেলা,ঘৃণায় কুঞ্চিত আঁখি
কেউ নেই,রাখে মমতা আঁচলে ঢাকি।
কেঁদে ফিরে,করে না কখনো আবদার
অথচ আছে যার,ঢেলে দাও আবার।
এক মুঠো ভাত পেতে বাড়ায় দু’হাত
তবু না করো উপশম সে অশ্রুপাত।
ওদের শুধু কাঁদতে ডেকেছো ধরায়
ডুবে থাকতে কাউকে বিভব সরায়।
রচনা:২০১১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান শুভ্র ০৮/০৯/২০১৪ভাই সনেটটি সুন্দর হয়েছে , কিন্তু আপনার সনেট টি কোন রীতিতে লেখা, শেকসপিয়রীয়, না পেট্রিকীয়? আপনার "octave" লেখা হয়েছে AA BB, BB AA, এবং Sestet লেখা হোয়েছে , CC DD, EE. যা শেক্সপিয়রী বা পেট্রিকীয় দুইটার একটার মধ্যে পরেনা, তবে আপনার সনেট অনেকটা Dante এর মত যদিও তিনি পেট্রিকীয় রীতিতেই লিখতেন, কিন্তু তিনি নিজে একটু variation এনেছিলেন তার কয়েকটা কবিতায়, ধন্যবাদ আপনার সুন্দর কবিতাটির জন্য।
-
নাবিক ০৫/০৯/২০১৪অনেক সুন্দর ১টা কবিতা
-
মঞ্জুর হোসেন মৃদুল ০৫/০৯/২০১৪মুগ্ধ হলাম লেখনীতে। অসাধারন লিখেছেন। যেমন ছন্দ তেমন কথামালা।
-
মল্লিকা রায় ০৫/০৯/২০১৪বাঃ খুব ভালো লাগল কবিতা।