বারুদের ধোঁয়া
চারিদিকে আজ বারুদের ধোঁয়া
তীব্র সংকট যেন দুনিয়া জুড়ে;
শতাব্দীর এমনি সভ্যতা ছোঁয়া
প্রশান্তি সুখ নিয়ত যাচ্ছে উড়ে।
স্বপ্ন দেখছে সকলে বার বার
এগোচ্ছে ঠিকই তমসের দিকে;
সে উজ্জ্বলতা তবু যেন অসার
সুখের নেশায় জরাগ্রস্ত শোকে।
যে মাটি সবার আশ্বাস প্রতীক
সেই মাটিই খুঁড়ি, মোতি কাড়ি;
শ্রেষ্ঠ এ মানব মনে নেই ধিক
ইচ্ছে হয় পালাই এসব ছাড়ি।
গ্রহ থেকে ঐ গ্রহে খুঁজি মানিক
আবার নিমিষেই করি তছনছ;
প্রচেষ্টা সবি যেন ঠেকে বেঠিক
মননে চিন্তনে কেন হেন ধস ?
তীব্র সংকট যেন দুনিয়া জুড়ে;
শতাব্দীর এমনি সভ্যতা ছোঁয়া
প্রশান্তি সুখ নিয়ত যাচ্ছে উড়ে।
স্বপ্ন দেখছে সকলে বার বার
এগোচ্ছে ঠিকই তমসের দিকে;
সে উজ্জ্বলতা তবু যেন অসার
সুখের নেশায় জরাগ্রস্ত শোকে।
যে মাটি সবার আশ্বাস প্রতীক
সেই মাটিই খুঁড়ি, মোতি কাড়ি;
শ্রেষ্ঠ এ মানব মনে নেই ধিক
ইচ্ছে হয় পালাই এসব ছাড়ি।
গ্রহ থেকে ঐ গ্রহে খুঁজি মানিক
আবার নিমিষেই করি তছনছ;
প্রচেষ্টা সবি যেন ঠেকে বেঠিক
মননে চিন্তনে কেন হেন ধস ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ২৬/০৮/২০১৪বেশ ভালো লাগলো কবি ভাই।
-
একনিষ্ঠ অনুগত ২৬/০৮/২০১৪অনেক সুন্দর লিখেছেন কবি ভাই।
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৬/০৮/২০১৪অনেক অনেক অনেক সুন্দর ভাবনা। ভাল লাগল। আমার নতুন উপন্যাসে আমন্ত্রন রইল।
-
Shopnil Shishir(MD.Shariful Hasan) ২৬/০৮/২০১৪onk sundor sondomoi kobita
-
সুলতান মাহমুদ ২৬/০৮/২০১৪good
-
নাবিক ২৬/০৮/২০১৪ভীষণ...ভালো লাগলো|