www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এমন দেশ কোথায় আছে

শরতের জোছনা রাতে ঐ জোনাকিরা
বেড়ায় সাদা কাশবনে নদীর ধারে;
কি অপরূপ চারিদিক, সুগন্ধে ভরা
শিউলী বেলী ফুটেছে যে জগৎ জুড়ে ।

বাঁশ ঝাড়ে ডাহুকের প্রসূত বাচ্চাটি
দেখতে এলো সুন্দর পাখি পানকৌড়ি;
কোমল রোদে খাবে তারা পায়েস মিষ্টি
আছে মাছরাঙাও জারুল ডাল ধরি।

বাতাসে ছোট ছোট ঢেউ জাগে নদীতে
মাঝিরাও ধরেছে গান সে ভাটিয়ালী;
ডানা মেলে বেড়ায় বক, নীল দিগন্তে
খুশীর আমেজ সর্বত্র যেন এ হোলি।

রাত ভর চলে মুর্শিদী, ধর্মীয় গান
জন্মাষ্টমীর মেলাও বসে গ্রামে গ্রামে;
আকাশে বাতাসে আনন্দ খুশীর বান
এমন দেশ কোথায় আছে বিশ্ব ধামে ?

        রচনা:২০১৩
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১২৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৮/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast